Ajker Patrika

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৬: ১৯
ইংল্যান্ডের ৩৮৪ রানের পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ডের ৩৮৪ রানের পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

টেস্টে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন জো রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সিডনিতে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন। রুটের রেকর্ড সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াও।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটারের এটা ৪৩তম টেস্ট সেঞ্চুরি। তাতে রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে টেস্টে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেলেন রুট। তাঁর সেঞ্চুরির পর পাল্টা জবাব দিতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

অ্যাশেজের পঞ্চম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ৪৫ ওভারে ৩ উইকেটে ২১১ রানে। ইনিংসের ৪৮তম ওভারের চতুর্থ বলে ব্রুককে ফেরান স্কট বোল্যান্ড। ১৬ রানের জন্য ব্রুক ১১তম টেস্ট সেঞ্চুরি মিস করেছেন। চতুর্থ উইকেটে ব্রুক-রুট গড়েন ২০৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন।

ম্যাচের পরিস্থিতি বুঝে কখন কীভাবে খেলতে হয়, সেটা রুটের ভালোই জানা। শুধু ব্রুকের সঙ্গেই নয়, মিডল-লোয়ার মিডল অর্ডারে আরও দুটি জুটি গড়তে সহায়তা করেছেন রুট। ষষ্ঠ ও সপ্তম উইকেটে জেমি স্মিথ ও উইল জ্যাকসের সঙ্গে ৯৪ ও ৫২ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটিতে রুটের অবদান ছিল অসাধারণ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়া রুট ২৪২ বলে ১৫ চারে করেছেন ১৬০ রান। ৯৮তম ওভারের প্রথম বলে তাঁকে ফেরান নেসের। একই ওভারের তৃতীয় বলে জশ টাঙকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন নেসের। ৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ইংলিশরা ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার পেসার নেসের ১৮.৩ ওভারে ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ওয়েদার‍্যাল্ড-ট্রাভিস হেড গড়েন ৫৭ রানের জুটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওয়েদারল্যান্ডকে (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বেন স্টোকস। দ্বিতীয় উইকেটে এরপর ১১৩ বলে ১০৫ রানের জুটি গড়েন হেড ও মারনাস লাবুশেন। ৩১তম ওভারের শেষ বলে লাবুশেনের উইকেটটা নিয়েছেন স্টোকসই। ৬৮ বলে ৭ চারে লাবুশেন করেছেন ৪৮ রান। তিনি ফেরার পর ১৯ বল পরই দিনের খেলা শেষ হয়েছে। ট্রাভিস হেড ৮৭ বলে ৯১ রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ১৫ চার। মাইকেল নেসের ১৫ বলে ১ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জানুয়ারি

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

আজকের রাশিফল: ক্যারিয়ারের চিন্তায় প্রেমকে অবহেলা নয়, কথা বলুন মেপে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত