ক্রীড়া ডেস্ক

আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে একের পর এক কীর্তি গড়ে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং নিয়ে সমালোচনার চেয়ে তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। এবার ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো আম্পায়ারের নেই।
লর্ডসে বাংলাদেশ সময় আজ বেলা চারটায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচে পল রাইফেলের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকত। তাতে করেই বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে লর্ডসে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন। তাঁর এই বিরল কীর্তির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে শচীন টেন্ডুলকারকে। তৃতীয় টেস্টের আগে লর্ডসের ঘণ্টা বাজিয়েছেন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির নাম জড়িয়ে আছে এই সিরিজেও। এবারের ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তিন ম্যাচেই ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। যার মধ্যের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার। পরের টেস্টে তাঁর দায়িত্ব বদলে যায়। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। সৈকতের বিপক্ষে এই টেস্টে ১০ বার রিভিউ করা হয়েছে। যার মধ্যে আটটিই ছিল সঠিক। তাঁর এমন দুর্দান্ত আম্পায়ারিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছিলেন হার্শা ভোগলে।
দ্বিতীয় টেস্টেই তাঁর সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের লেগে গিয়েছিল। কারণ, রিভিউর সময় শেষ হওয়ার পরও যশস্বী জয়সওয়ালের রিভিউ গ্রহণ করেছিলেন সৈকত। পরবর্তীতে দেখা যায়, জয়সওয়ালের বিপক্ষে প্রথমে সৈকত যে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই সঠিক ছিল। এই টেস্টে ভারত ৩৩৬ রানে জিতে সমতায় ফেরে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছিলেন গত বছর। আইসিসি ইভেন্ট তো বটেই, বিদেশের মাঠে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও তিনি পরিচিত মুখ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সৈকত ম্যাচ পরিচালনা করেছিলেন। আজ লর্ডসে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তাঁর বিরল কীর্তির দিনে আহসান রাজা আছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। গ্রাহাম লয়েড চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে একের পর এক কীর্তি গড়ে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং নিয়ে সমালোচনার চেয়ে তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। এবার ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো আম্পায়ারের নেই।
লর্ডসে বাংলাদেশ সময় আজ বেলা চারটায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচে পল রাইফেলের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকত। তাতে করেই বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে লর্ডসে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন। তাঁর এই বিরল কীর্তির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে শচীন টেন্ডুলকারকে। তৃতীয় টেস্টের আগে লর্ডসের ঘণ্টা বাজিয়েছেন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির নাম জড়িয়ে আছে এই সিরিজেও। এবারের ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তিন ম্যাচেই ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। যার মধ্যের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার। পরের টেস্টে তাঁর দায়িত্ব বদলে যায়। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। সৈকতের বিপক্ষে এই টেস্টে ১০ বার রিভিউ করা হয়েছে। যার মধ্যে আটটিই ছিল সঠিক। তাঁর এমন দুর্দান্ত আম্পায়ারিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছিলেন হার্শা ভোগলে।
দ্বিতীয় টেস্টেই তাঁর সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের লেগে গিয়েছিল। কারণ, রিভিউর সময় শেষ হওয়ার পরও যশস্বী জয়সওয়ালের রিভিউ গ্রহণ করেছিলেন সৈকত। পরবর্তীতে দেখা যায়, জয়সওয়ালের বিপক্ষে প্রথমে সৈকত যে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই সঠিক ছিল। এই টেস্টে ভারত ৩৩৬ রানে জিতে সমতায় ফেরে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছিলেন গত বছর। আইসিসি ইভেন্ট তো বটেই, বিদেশের মাঠে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও তিনি পরিচিত মুখ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সৈকত ম্যাচ পরিচালনা করেছিলেন। আজ লর্ডসে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তাঁর বিরল কীর্তির দিনে আহসান রাজা আছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। গ্রাহাম লয়েড চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে