
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। সবার সম্মতিতে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক। মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা না পেলেও ভূয়সী প্রশংসা পেয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের কাছে। অভিজ্ঞ ক্রিকেটারকে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন শ্রীরাম।
বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শ্রীরাম। মাহমুদউল্লাহকে বড় মাপের ক্রিকেটার বলেছেন তিনি। তাঁর চোখে অভিজ্ঞ এই ক্রিকেটার একজন দুর্দান্ত ফিনিশার। এ জন্য তিনি ধোনির সঙ্গে তুলনাও করেছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমাদের দলের একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা প্রয়োজন। আমি সব সময় ধোনির সঙ্গে মাহমুদউল্লাহকে তুলনা করি। দলে দুজনের অবদান একই রকম। ধোনির মতো সেও ৬ নম্বরে ব্যাট করে। সে খেলাটা শেষ করে আসে। ধোনি তো আজীবন খেলতে পারবে না, তাই না?’
মাহমুদউল্লাহর জায়গায় অন্য কাউকে পরিকল্পনা করার এটিই সঠিক সময় বলে মনে করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘একজনের পরে কে আসবে তার জন্য একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার। আমি মনে করি এটিই সঠিক সময় মাহমুদউল্লাহর গুরুত্বপূর্ণ জায়গাটা কে পূরণ করবে। এখন একজনকে দরকার। আমরা যদি ক্রিকেটারদের এখন না খেলাই তাহলে বিকল্প খুঁজে পাব না।’
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ক্ষেত্রে নিজের যে কিছুটা ভূমিকা আছে সেটা স্বীকারও করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আলোচনাটা (বাদ দেওয়া প্রসঙ্গে) সহজ ছিল না। সে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। ওর প্রতি আমার অশেষ শ্রদ্ধা আছে। এমন আলোচনার জন্য আমাকে খারাপ মানুষ হতে হয়েছে। আমার মনে হয় ভালোভাবে হয়েছে।’

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। সবার সম্মতিতে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক। মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা না পেলেও ভূয়সী প্রশংসা পেয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের কাছে। অভিজ্ঞ ক্রিকেটারকে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন শ্রীরাম।
বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শ্রীরাম। মাহমুদউল্লাহকে বড় মাপের ক্রিকেটার বলেছেন তিনি। তাঁর চোখে অভিজ্ঞ এই ক্রিকেটার একজন দুর্দান্ত ফিনিশার। এ জন্য তিনি ধোনির সঙ্গে তুলনাও করেছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমাদের দলের একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা প্রয়োজন। আমি সব সময় ধোনির সঙ্গে মাহমুদউল্লাহকে তুলনা করি। দলে দুজনের অবদান একই রকম। ধোনির মতো সেও ৬ নম্বরে ব্যাট করে। সে খেলাটা শেষ করে আসে। ধোনি তো আজীবন খেলতে পারবে না, তাই না?’
মাহমুদউল্লাহর জায়গায় অন্য কাউকে পরিকল্পনা করার এটিই সঠিক সময় বলে মনে করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘একজনের পরে কে আসবে তার জন্য একটা উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার। আমি মনে করি এটিই সঠিক সময় মাহমুদউল্লাহর গুরুত্বপূর্ণ জায়গাটা কে পূরণ করবে। এখন একজনকে দরকার। আমরা যদি ক্রিকেটারদের এখন না খেলাই তাহলে বিকল্প খুঁজে পাব না।’
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ক্ষেত্রে নিজের যে কিছুটা ভূমিকা আছে সেটা স্বীকারও করেছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আলোচনাটা (বাদ দেওয়া প্রসঙ্গে) সহজ ছিল না। সে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। ওর প্রতি আমার অশেষ শ্রদ্ধা আছে। এমন আলোচনার জন্য আমাকে খারাপ মানুষ হতে হয়েছে। আমার মনে হয় ভালোভাবে হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে