Ajker Patrika

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৮: ৩৩
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড
১৯ তম ওভারের চতুর্থ বলে চার মেরে ম্যাচে সমতা এনেছেন বেন স্টোকস। সেই সঙ্গে টুর্নামেন্টে প্রথমবারের মতো ফিফটিও পেয়েছেন তিনি। আর ওভারের শেষ বলে ১ রান নিয়ে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখে ম্যাচ জেতালেন এই ইংলিশ অলরাউন্ডার। ইংল্যান্ডকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাতেও নায়ক ছিলেন তিনি। সেদিনও ফিফটি করেছিলেন স্টোকস। সংক্ষিপ্ত সংস্করণে দ্বিতীয় শিরোপা জিতল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাচের নায়ক বেন স্টোকস। ২৩ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ।

ম্যাচ জয়ের নায়ক স্টোকস হলেও ম্যাচ সেরা হয়েছেন ১২ রানে ৩ উইকেট নেওয়া স্যাম কারান। সঙ্গে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কারান পেয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও। ৬ ম্যাচে ১৩ উইকেটের সঙ্গে ১২ রান করেছেন তিনি।

ফাইনালে পাকিস্তানকে হারিয়ে একটা পুরনো প্রতিশোধও নিল ইংল্যান্ড। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মেলবোর্নেই পাকিস্তানের কাছে হেরেছিল ইংলিশরা। সেদিন পাকিস্তান প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের নেতৃত্বে। আর পরাজিত দলের অধিনায়ক ছিলেন গ্রাহাম গুচ। এবার বাটলারদের বিশ্বজয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন গুচ। অপর পক্ষে ইমরান খান হওয়া হল না বাবর আজমের।

মইনকে ফেরালেন ওয়াসিম
১২ বলে ১৯ রান করে আউট হয়েছেন মইন আলী। তবে আউট হওয়ার আগে ম্যাচের কাজটা শেষ করে দিয়েছেন তিনি। ১৭  তম ওভারে ওয়াসিমকে তিন চার মেরেছেন তিনি।

১২ বলে ৭ রান দরকার ইংল্যান্ডের
শিরোপা থেকে আর ৭ রান দূরে ইংল্যান্ড। এই রান করতে তাদের হাতে বল আছে ১২ টি। ক্রিজে আছেন স্টোকস ও মইন আলি।

আফ্রিদিকে হারিয়ে পাকিস্তানের ‘ধাক্কা’
৩০ বলে ৪১ রানের সময় বল করতে এসেছিলেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু ১৬ তম ওভারের প্রথম বলটি করে অস্বস্তিতে ভুগেন তিনি। পরে ওভার শেষ না করেই উঠে গেছেন তিনি। যা পাকিস্তানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তাঁর ওভারটি শেষ করতে এসে ইফতিখার আহমেদ ৫ বলে ১৩ রান দিয়েছেন।

রিভিউ নষ্টের পর চতুর্থ উইকেট পেল পাকিস্তান
১২ তম ওভারে দুর্দান্ত এক ওভার করেছেন নাসিম শাহ। গুড লেংথে টানা বল করে অস্বস্তিতে রেখেছিলেন বেন স্টোকসকে। শেষ বলে তো রিভিউও নিয়েছে পাকিস্তান। তবে ব্যাটের সঙ্গে কোনো সংযোগ না থাকায় বেঁচে গেছেন স্টোকস। এতে করে পাকিস্তানের রিভিউ নষ্ট। ওই ওভারে উইকেট না পেলেও পরের ওভারেই উইকেট পেয়েছে পাকিস্তান। হ্যারি ব্রুককে আউট করেছেন স্পিনার শাদাব খান। ২৩ বলে ২০ রান করে হ্যারি ক্যাচ দিয়েছেন শাহীন শাহ আফ্রিদিকে। আউট হওয়ার আগে স্টোকসের সঙ্গে ৩৯ রানের জুটি করেছিলেন হ্যারি ব্রুক। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৮৭।

১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৭
ক্রিজে যতক্ষণ ছিলেন ততক্ষণ রানের চাকা সচল রেখেছিলেন বাটলার। তবে তাঁর আউটের পর কিছুটা দেখে শুনে খেলছেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭। ১৭ রানে অপরাজিত স্টোকসের সঙ্গে আছেন ১৪ রান করা হ্যারি ব্রুক।

বাটলারকে আউট করে দ্বিতীয় উইকেট হারিসের
ছোট রানের টার্গেট দিলেও বোলিংয়ে দুর্দান্ত করছে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৩ উইকেটে নিয়েছেন পাকিস্তানের বোলাররা। সল্টকে আউট করে প্রথম উইকেট পেয়েছিলেন হারিস রউফ। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিলেন বাটলারকে। ১৭ বলে ২৬ রান করে রিজওয়ানের ক্যাচ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৪৯।

সল্টকে আউট করলেন রউফ
পাকিস্তানকে প্রথম ওভারে উইকেট এনে দিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। মাঝে দুই ওভারে কোনো উইকেট না পেলেও চতুর্থ ওভারে এসে দ্বিতীয় উইকেট পেয়েছে পাকিস্তান। ব্যাটিং এসেই চড়াও হওয়া ফিল সল্টকে ফেরালেন হারিস রউফ। ১০ রানে ইফতিখার আহমেদকে ক্যাচ দিয়েছেন সল্ট। ৪ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৩২। 

হেলসকে ফেরালেন শাহীন
লক্ষ্যটা বড় দেয়নি পাকিস্তান। তাই ম্যাচ জিততে হলে শুরুতেই উইকেট দরকার ছিল পাকিস্তানের। সেই শুরুটাই এনে দিলেন পেসার শাহীন শাহ আফ্রিদি। অ্যালেক্স হেলসকে প্রথম ওভারের শেষ বলে বোল্ড করে পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছেন তিনি। ২ বলে ১ রান করে আউট হয়েছেন হেলস। তবে দ্বিতীয় ওভারে নাসিম শাহকে ৩ চার মেরে উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠেন জস বাটলার ও ফিল সল্ট।

৮ উইকেট ১৩৭ রান করলো পাকিস্তান
শুরুর মতো শেষটাও নিজেদের করে নিলো ইংল্যান্ড। প্রথম দিকে উইকেট নিতে না পারলেও পাকিস্তানকে রানে চেপে রেখেছিল ইংল্যান্ডের বোলাররা। এবার ইনিংসের শেষটায় প্রতিপক্ষদের রান তুলতে না দিয়ে উইকেট নিয়েছে নিয়মিত। শেষ ৪ ওভারে একটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে শেষ ২৪ মাত্র ১৮ রান করেছে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ১৩৭ রানে আটকিয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পেসার স্যাম কারান। ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন শান মাসুদ। ১ ছয় ও ২ চারে ২৮ বলে ৩৮ রান করেছেন এই পাকিস্তানি ব্যাটার। 

শাদাবকে আউট করলেন জর্ডান
স্লোগ ওভারে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে নিয়মিত উইকেট হারাচ্ছে পাকিস্তান। ১৭ ওভারে আউট হয়েছিলেন শান মাসুদ। এবার ১৮ তম ওভারে ফিরলেন শাদাব। ১৪ বলে ২০ রান করে ক্রিস জর্ডানের শিকার হয়েছেন শাদাব।

জুটি ভাঙলেন কারান
রিজওয়ানকে আউট করে ইংল্যান্ডকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন স্যাম কারান। এবার দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে শান-শাদাবের জুটি ভাঙলেন কারান। ২৮ বলে ৩৮ রান মাসুদকে লিভিংস্টোনের ক্যাচ বানিয়েছেন তিনি। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১২২।

১০০ পেরোল পাকিস্তান
চার-ছক্কার সংস্করণে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে পাকিস্তান। দলটি ১০০ রান পেরোল ১৫ ওভারে। ফাইনালে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে হলে শেষ ৫ ওভারে দুর্দান্ত ব্যাটিং করতে হবে পাকিস্তানের ব্যাটারদের। ১৫ ওভার শেষে স্কোর ৪ উইকেটে ১০৬। নিজের বোলিং কোটা শেষ করলেন আদিল রশিদ। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে এক ওভার মেডেন উইকেটও পেয়েছেন এই লেগ-স্পিনার।

ইফতিখারকে ফেরালেন স্টোকস
১২ তম ওভারে আউট হয়েছিলেন বাবর। অধিনায়কের উইকেট হারিয়ে যখন পাকিস্তান চাপে তখন আরও একটা আঘাত হানলেন ইংল্যান্ড পেসার বেন স্টোকস। টুর্নামেন্টে দারুণ খেলা মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদকে উইকেটের পেছনে বাটলারের ক্যাচ বানিয়েছেন স্টোকস। ৬ বলে ‘ডাক’ মেরে আউট হয়েছেন পাকিস্তানি ব্যাটার। ১৩ ওভার শেষে ৪ উইকেটে ৯০। 

বাবরকে ফিরিয়ে রশিদের দ্বিতীয় উইকেট
১০ ওভারের বিরতির পর হাত খুলতে ছিলেন শন মাসুদ। স্পিনার লিভিংস্টোনকে ১ ছয় ও চার মেরে মাসুদ ১৬ রান নিয়েছিলেন বাবরের সঙ্গে। কিন্তু ১২ তম ওভারে আবারও বোলিংয়ে এসে দুই ব্যাটারের আক্রমণত্মক ভাবে আঘাত হানলেন আদিল রশিদ। ওভারের প্রথম বলেই বাবরকে কট এন্ড বোল্ড করে আবাও চাপে রাখলেন পাকিস্তানকে। উইকেটে মেডন নিয়েছেন ইংল্যান্ডের এই স্পিনার। ২৮ বলে ৩২ রান করে ফিরে গেছেন সেমিতে ফিফটি করা বাবর। ১২ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৮৪। 

১০ ওভার শেষে ২ উইকেটে ৬৮
পাকিস্তানের ১০ ওভার শেষ হলেও হাত খোলার চেষ্টা করছেন না পাকিস্তানের ব্যাটাররা। রিজওয়ান ও হারিসকে হারিয়ে বর্তমানে কিছুটা চাপে পাকিস্তান। ব্যাটিংয়ে ২৯ রান নিয়ে ক্রিজে আছেন বাবর। আর তাঁর সঙ্গী শন মাসুদ অপরাজিত আছেন ১১ রানে। ১০ ওভার শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ৬৮।

হারিসকে ফেরালেন রশিদ
পঞ্চম ওভারে রিজওয়ানের আউটের ব্যাটিংয়ে এসেছিলেন মোহাম্মদ হারিস। ব্যাটিংয়ে এসেই ব্যাট চালিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন তিনি। তবে তাঁর রান বাড়ানোর চেষ্টা থেমে গেছে ব্যক্তিগত ৮ রানে। দলীয় ৪৫ রানে হারিসকে আউট করেছেন আদিল রশিদ। সেমিতেও প্রথম ওভারে তুলে নিয়েছিলেন ভারতের সূর্যকুমার যাদবকে। ৮ ওভার শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ৫০। ২০ বলে ২২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন বাবর আর ৩ বলে ১ রান করে বাবরকে সঙ্গ দিচ্ছেন শন মাসুদ। 

পাওয়ার প্লে শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ৩৯
ইনিংসের শুরু থেকেই দেখে শুনে ব্যাটিং করছে পাকিস্তান। ইনিংসের প্রথম বাউন্ডারি পান তারা চতুর্থ ওভারের প্রথম বলে। ওকসকে ছক্কা হাঁকিয়ে ওভার বাউন্ডারিটা এনে দেন মোহাম্মদ রিজওয়ান। এই উইকেট রক্ষক ব্যাটার আউটের পর দলীয় রান আরও ধীরে ধীরে কমতে থাকে। ৬ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ১ উইকেটে ৩৯ রান।

রিজওয়ানকে ফেরালেন কারান
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০৫ রানের জুটি গড়েছিলেন বাবর-রিজওয়ান। আজ ফাইনালে ২৯ রানেই ভেঙে গেল তাঁদের জুটি। রিজওয়ানকে ১৫ রানে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম উইকেট এনে দিলেন স্যাম কারান। ৫ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ২৯ রান। পঞ্চম ওভারে মাত্র ১ রান দিয়ে রিজওয়ানকে তুলে নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।

রিজওয়ান-বাবরের সতর্ক শুরু
পাকিস্তানের ওপেনিং জুটি বরাবর যা করে আসছে ফাইনালেও তেমনি করছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজম জুটি। দুজনে ইনিংসের শুরুটা করেছেন সতর্কভাবে। প্রথম ৩ ওভারে দলের খাতায় রান তুলেছেন বিনা উইকেটে ১৬। আর সেমিফাইনালের মতো আজও প্রথম ৩ ওভার তিন বোলার দিয়ে করিছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

নো-ওয়াইডে শুরু ফাইনাল
ইনিংসের প্রথম বলই নো করলেন পেসার বেন স্টোকস। ফ্রি-হিট বলটি করলেন আবার ওয়াইড। তবে ফ্রি-হিট বলটিতে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের চতুর্থ বলে আবার রান আউট থেকে বেঁচে গেছেন রিজওয়ান। প্রথম ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৮।

ফাইনালশুভ অপরাহ্ণ। বিশ্বকাপের অষ্টম ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান। মেলবোর্নে আগেও একবার ফাইনাল খেলেছে এই দুই দল। তবে সেই ফাইনালটি ছিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের। সেবার ইমরান খানের নেতৃত্বে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আজ বাবর আজমের সুযোগ থাকছে কিংবদন্তি ইমরান খান হওয়ার। আর পাকিস্তানকে হারিয়ে গ্রাহাম গুচদের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন জস বাটলার।

ফাইনালে যে দলই জিতুক না কেন দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে। এর আগে সংক্ষিপ্ত সংস্করণে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট উইন্ডিজ। এ ছাড়া আজ যে দলই জিতুক না কেন টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মেলবোর্নে জয়ের স্বাদ পাবে।

মেলবোর্নে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। দুই দলেই অপরিবর্তিত একাদশ নিয়ে শিরোপার লড়াইয়ে নেমেছে। আজকের পত্রিকার লাইভে আপনাকে স্বাগতম। 

পাকিস্তান একাদশ:
বাবর অজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান।

ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

ক্রীড়া ডেস্ক    
শেষ রাউন্ডে ৬ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: বিসিবি
শেষ রাউন্ডে ৬ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: বিসিবি

শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মধ্যাঞ্চলের। হতাশ করেনি নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে দক্ষিণাঞ্চলকে ৬ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে এটা তাদের টানা তৃতীয় জয়। জয় দিয়ে বিসিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মধ্যাঞ্চল।

দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপার লড়াইয়ের অপেক্ষায় মধ্যাঞ্চল। শেষ রাউন্ডে আগামী ২৫ ডিসেম্বর অলিখিত ফাইনালে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে তারা। উভয় দলের সংগ্রহ সমান ৮ পয়েন্ট। অর্থাৎ শেষ রাউন্ডে যারা জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা। দুটি করে পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা। শেষ রাউন্ডে আগামীকাল একে অন্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দল। সে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোরবোর্ড বড় পুঁজি দাঁড় করাতে পারেনি মধ্যাঞ্চল। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে তারা। পুঁজি বেশি না হলেও সাবিকুন নাহার ও ফারিহা তৃষ্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হেসেছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ১০৮ রানে থামায় তারা।

জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে ৩৮ রান করেন ফারজানা হক পিংকি। লতা মণ্ডল এনে দেন ২৮ রান। অধিনায়ক রাবেয়া খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ৩ উইকেট নেন নাহার। ৪ ওভারে তাঁর খরচ ১৭ রান। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন তৃষ্ণা। ২ উইকেট নিতে ৩০ রান খরচ করেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

এর আগে মধ্যাঞ্চলের হয়ে ইভার অবদান সর্বোচ্চ ২৮ রান। ২৭ রানের ইনিংস খেলেন ইসমা তানজিম। সমান ১৬ রান করেন জ্যোতি ও সুমনা আক্তার। ১২ রান খরচায় ৩ ব্যাটারকে ফেরান রাবেয়া। দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটা রাঙালেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৫
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির বোন মারিয়া সল। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির বোন মারিয়া সল। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতেন লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল। বিয়েবাড়িতে উৎসবমুখর পরিবেশেই থাকার কথা ছিল মেসির পরিবারের। কিন্তু বিপদ যে কখন আসবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। আকস্মিক এক দুর্ঘটনায় বিয়েটা স্থগিত করতে হয়েছে।

আর্জেন্টিনার ‘ক্লারিন’, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে আজ মেসির বোনের দুর্ঘটনার খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দেয়ালের সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা খায়। এতে তাঁর শরীরের কিছু অংশ পুড়েছে এবং ভেঙে গেছে মেরুদণ্ডের কশেরুকা। মেসির মা এবং আর্জেন্টিনার সাংবাদিক আনহেল দি ব্রিতো মেসির বোনের দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। এলএএম নামে এক মার্কিন টিভি প্রোগ্রামে মেসির বোনের দুর্ঘটনা প্রসঙ্গে আনহেল বলেন, ‘মেসির বোন এখন বিপদমুক্ত ও সুস্থ। আমি তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছি ও ৩ জানুয়ারি রোজারিওতে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। এখন সেটা স্থগিত করছে। আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে।’

মেসির জন্মশহর রোজারিওতে ছোটবেলাতেই প্রেমে পড়েন মারিয়া ও হুলিয়ান তুলি আরেল্লানো। পারিবারিক দিক থেকেও দুই পক্ষ একে অপরকে চেনে। ১২ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক। হুলিয়ান এখন ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। মেসির ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে এখন খেলছে। ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। আড়াই বছরে মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোলের পাশাপাশি ৪৪ গোলে অ্যাসিস্ট করেছেন।

২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ—এই তিন শিরোপা মেসি জেতেন মায়ামির জার্সিতে। এটা মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। সিনিয়র ফুটবলে এটা ৪৪তম। গোল করার পাশাপাশি শিরোপা ও পুরস্কার জিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে মেসি প্রায়ই তাঁর ছেলেকে নিয়ে আসেন। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হুলিয়ান ২০১৭ সালে মেসির বিয়েতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে ভারত। ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে ভারত। ছবি: সংগৃহীত

নামে ‘হাইভোল্টেজ ম্যাচ’ হলেও ভারত-পাকিস্তানের বেশির ভাগ ম্যাচ হয় একপেশে। ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালও এর ব্যতিক্রম হয়নি। দুবাইয়ে আইসিসি একাডেমিতে পরশু পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরে শিরোপা খুইয়েছেন ভারতের যুবারা। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে যাচ্ছে।

পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর ভারত অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে বলে ক্রিকবাজের গতকালের এক প্রতিবেদনে জানা গেছে। গতকাল সন্ধ্যায় বিসিসিআইয়ের শীর্ষ পর্ষদের এক অনলাইন সভায় বোর্ডের সদস্যরা দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন এবং তাঁদের মনে হয়েছে, বাজে পরাজয়ের ব্যাপারটা আরও একটু খতিয়ে দেখা দরকার। এমনকি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হতে পারে। ভারত অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজার সলিল দাতার একটি লিখিত প্রতিবেদন দেবেন। ক্রিকবাজ জানিয়েছে, প্রধান কোচ ঋষিকেশ কানিতকার ও অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে একটা সভায় বসতে যাচ্ছে বিসিসিআই।

টানা চার ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠে ভারত। টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করে। সামির মিনহাস ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় করেছেন ১৭২ রান। তাঁর একার রানই ভারত করতে পারেনি। ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত। সিরিজে সর্বোচ্চ ৪৭১ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সামির মিনহাস। হারের পর রানার্সআপ ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছে রানার্সআপ পদক নেয়নি। এমনকি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ আহমেদ ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বাজে মন্তব্য করেছেন বলে শোনা গেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে চাইছে। নতুন বছরের ১৫ ফেব্রুয়ারিতে কলম্বোতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২০২৫ এশিয়া কাপে দুই দলের মাঠের পারফরম্যান্সের চেয়ে অন্যান্য ঘটনা নিয়েই বেশি আলাপ-আলোচনা হয়েছে।

দুবাই শেষে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে গতকাল ইসলামাবাদ বিমানবন্দরে ফেরার পর রাজকীয়ভাবে বরণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে বের হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ছাদখোলা বাসে পাকিস্তান দলের উদ্দেশে ভক্ত-সমর্থকেরা ফুল ছিটিয়েছেন। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৮৩ হাজার টাকা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পাকিস্তান এর আগে একবারই জিতেছিল। ২০১২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৩ বছর পর এবার আর শিরোপা ভাগাভাগি করতে হয়নি ভারত-পাকিস্তানকে। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতকে ১৯১ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মেয়েদের ফুটবল লিগ

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৬
মেয়েদের ফুটবল লিগে একই ক্লাবে খেলতে পারেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক
মেয়েদের ফুটবল লিগে একই ক্লাবে খেলতে পারেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক

ক্রিকেটে এখন বিপিএলের হাওয়া বইছে। কাগজে-কলমে অন্যতম শক্তিশালী দল গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একই ফ্র্যাঞ্চাইজি (নাবিল গ্রুপ) এবার হাত বাড়িয়েছে মেয়েদের ফুটবল লিগেও। ক্লাবের নাম দিয়েছে রাজশাহী স্টারস। সেখানেও তাদের চোখ শিরোপাজয়ী দল গড়ায়।

১৪ ডিসেম্বর শুরু হয়েছে মেয়েদের লিগের দলবদল। এবারের লিগে অংশ নিচ্ছে ১১ ক্লাব। নবাগত রাজশাহী স্টারস দলবদলের মাঠ বেশ সরগরম করে রেখেছে বলা যায়। জাতীয় দলের বড় তারকাদের ওপর চোখ তাদের।

জাতীয় দলের অধিনায়ক গত কয়েক মৌসুমে খেলেছেন এআরবি কলেজ স্পোর্টিংয়ের হয়ে। এবার তাঁকে দেখা যেতে পারে রাজশাহীতে। একই ক্লাবে খেলতে পারেন এশিয়ান কাপে বাংলাদেশের পোস্টারগার্ল ঋতুপর্ণা চাকমাও।

রাজশাহী স্টারসের ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘জাতীয় দলের অনেককে নেওয়ার ইচ্ছা আছে। পাকিস্তান-নেপাল থেকে বিদেশি ফুটবলার আনার চেষ্টা করছি। শক্তিশালী এক দল গড়ে শিরোপায় চোখ রাখব আমরা।’

রাজশাহীর কোচ থাকছেন মাহমুদা শরীফা অদিতি। ২০২০ সালে তাঁর অধীনে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গতবারের মতে কিংস এবারও লিগে খেলছে না। তারা না থাকায় গত আসরে তারকাসমৃদ্ধ দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। সাবিনা খাতুন-মাসুরা পারভীন ক্লাবটির হয়ে খেললেও এবার লিগেই খেলতে পারছেন না তাঁরা। ব্যস্ত সময় কাটাবেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে। কৃষ্ণা রানী সরকার-মাতসুশিমা সুমাইয়াও তাই করবেন।

সম্প্রতি নেপালে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে হতাশাই উপহার দিয়েছে নাসরিন। ৪ ম্যাচের মধ্যে দুটিতে ড্র করলেও হেরেছে দুটিতে। যদিও দলে ছিল না শক্তিমত্তার ছাপ। সানজিদা আক্তার ছাড়া বয়সভিত্তিক ফুটবলারদের নিয়েই খেলতে হয়েছে। লিগেও শক্তিশালী দল গড়ার আভাস দিচ্ছে না তারা; বরং ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজাতে চায়।

ছেলেদের মতো এবার মেয়েদের ফুটবলেও দল গড়েছে পুলিশ এফসি। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে মোসাম্মৎ সাগরিকা ও কোহাতি কিসকু খেলতে পারেন ক্লাবটিতে। বাংলাদেশ আর্মি, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি তাদের নিজস্ব খেলোয়াড়দের নিয়েই দল গঠন করতে যাচ্ছে।

বাফুফে এবার ৩৬ খেলোয়াড়কে একটি পুলের আওতায় এনেছে। প্রতিটি ক্লাব পট-১ থেকে (১৩ জন সিনিয়র খেলোয়াড়) পাঁচজন, পট-২ থেকে (১৮ জন বয়সভিত্তিক খেলোয়াড়) পাঁচজন এবং পট-৩ থেকে একজন গোলকিপার নেওয়ার সুযোগ পাচ্ছে। পরশু নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘শুধু এই এশিয়ান কাপ সামনে রেখে এগুলো করা হচ্ছে। চেষ্টা করছি যাতে এসব খেলোয়াড় ক্লাবে থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যেন হয়, সবাই সবার সঙ্গে খেলতে পারে। অন্তত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে যেন প্রস্তুতি নিতে পারে।’

১৩ দিনের ট্রান্সফার উইন্ডো শেষ হবে ২৬ ডিসেম্বর। লিগ শুরু হবে ২৯ ডিসেম্বর। সব কটি খেলাই গড়াবে কমলাপুর স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত