আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং
ক্রীড়া ডেস্ক

প্রাণপণে লড়েও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারল না নিউজিল্যান্ড। দুবাইয়ে ৯ মার্চ কিউইদের কাঁদিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। ফাইনালের পর র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন স্যান্টনার। কিউই এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬৫৭। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শেষে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তাঁদের র্যাঙ্কিংয়েও উত্থান-পতন দেখা গেছে। চার ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩১ নম্বরে শান্ত। তাঁর রেটিং ৫৯৩। এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৪১ নম্বরে। সমান ৫৫৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিকের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে আফগানিস্তানের রহমত শাহ। আর ৫৪৮ রেটিং নিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে শান্ত, মাহমুদউল্লাহ ও মুশফিক করেন ৭৭, ৪ ও ২ রান। আইসিসির এই ইভেন্ট শেষে মুশফিক ওয়ানডে থেকেই অবসর নিয়েছেন।
৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪৭ গড় ও ৭৫.৫০ স্ট্রাইকরেটে ১৮৮ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় ব্যাটার রোহিত শর্মা। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরার পুরস্কার জেতেন রোহিত। তাঁর নেতৃত্বেই ভারত পায় তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ভারতীয় অধিনায়কের রেটিং ৭৫৬।
বাবর ৭৭০ রেটিং নিয়ে আগের মতোই ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। এই র্যাঙ্কিংয়ে চার ও পাঁচে আছেন হাইনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি। দুই ক্রিকেটারই এক ধাপ করে পিছিয়েছেন। আর ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে রাচীন রবীন্দ্র। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ২৬৩ রান করেন এই কিউই ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৮০। তিন ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় বোলার এখন কুলদীপ যাদব। চ্যাম্পিয়নস ট্রফিতে কুলদীপ নিয়েছেন ৬ উইকেট। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে এখন ছয়ে অবস্থান করছেন কিউই এই পেসার। চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তিনি খেলতে পারেননি।

প্রাণপণে লড়েও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারল না নিউজিল্যান্ড। দুবাইয়ে ৯ মার্চ কিউইদের কাঁদিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। ফাইনালের পর র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন স্যান্টনার। কিউই এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬৫৭। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শেষে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তাঁদের র্যাঙ্কিংয়েও উত্থান-পতন দেখা গেছে। চার ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩১ নম্বরে শান্ত। তাঁর রেটিং ৫৯৩। এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৪১ নম্বরে। সমান ৫৫৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিকের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে আফগানিস্তানের রহমত শাহ। আর ৫৪৮ রেটিং নিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে শান্ত, মাহমুদউল্লাহ ও মুশফিক করেন ৭৭, ৪ ও ২ রান। আইসিসির এই ইভেন্ট শেষে মুশফিক ওয়ানডে থেকেই অবসর নিয়েছেন।
৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪৭ গড় ও ৭৫.৫০ স্ট্রাইকরেটে ১৮৮ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় ব্যাটার রোহিত শর্মা। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরার পুরস্কার জেতেন রোহিত। তাঁর নেতৃত্বেই ভারত পায় তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ভারতীয় অধিনায়কের রেটিং ৭৫৬।
বাবর ৭৭০ রেটিং নিয়ে আগের মতোই ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। এই র্যাঙ্কিংয়ে চার ও পাঁচে আছেন হাইনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি। দুই ক্রিকেটারই এক ধাপ করে পিছিয়েছেন। আর ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে রাচীন রবীন্দ্র। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ২৬৩ রান করেন এই কিউই ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৮০। তিন ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় বোলার এখন কুলদীপ যাদব। চ্যাম্পিয়নস ট্রফিতে কুলদীপ নিয়েছেন ৬ উইকেট। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে এখন ছয়ে অবস্থান করছেন কিউই এই পেসার। চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তিনি খেলতে পারেননি।

প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে