ক্রীড়া ডেস্ক

গলে রানের পাহাড় গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারীদের পাল্টা জবাব দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার পাল্টা আক্রমণে এখন চাপে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্রুত ২ উইকেট ফেলে গলে আজ চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু একপ্রান্তে দাঁড়িয়ে কামিন্দু মেন্ডিস পাল্টা আক্রমণ করছেন সফরকারী বোলারদের ওপর। চাপে পড়া বাংলাদেশও ফিল্ডিংয়ে গুবলেট পাকাচ্ছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে আছেন। আরেক বাঁহাতি ব্যাটার মিলান রত্নায়েকে ৩৮ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর আট ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। ইনিংসের ৯৬তম ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান নাঈম হাসান। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কামিন্দুর ৪৬ রানের জুটি। আর ১০১তম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৫) ফেরান হাসান মাহমুদ। ডি সিলভা, কুশল মেন্ডিস দুই লঙ্কান ক্রিকেটারই লেগসাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেন উইকেটরক্ষক লিটন দাস।
৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১০১ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা মিলান রত্নায়েকে লঙ্কানদের হাল ধরেন কামিন্দুর সঙ্গে জুটি বেঁধে। বাংলাদেশের ফিল্ডাররাও এরপর করতে থাকেন হতশ্রী ফিল্ডিং। ক্যাচ মিসের পাশাপাশি হাতের ফাঁক গলে বাউন্ডারিও হয়েছে। যেখানে ১১০তম ওভারের শেষ বলে রত্নায়েকের বিপক্ষে কট এন্ড বোল্ডের সুযোগ মিস করেন তাইজুল। তখন রত্নায়েকের রান ছিল ৭।
বাজে ফিল্ডিংয়ের সঙ্গে রিভিউও খুইয়েছে বাংলাদেশ। ১১৮তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দুর বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেন লিটন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউতে দেখা যায় তাইজুলের বল কামিন্দুর পকেটে লেগে লিটনের হাতে পৌঁছায়। কামিন্দু যেমন বেঁচে গেছেন, তেমনি বাংলাদেশের রিভিউও নষ্ট হয়েছে।
বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সপ্তম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেলেন মিলান রত্নায়েকে ও কামিন্দু। এই জুটি এরই মধ্যে খেলেছে ১৩৮ বল। প্রথম ইনিংসে ১২৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৪৬৫ রান করে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে। আর ৩১ রান করলেই লঙ্কানরা লিড নেবে বাংলাদেশের বিপক্ষে।

গলে রানের পাহাড় গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারীদের পাল্টা জবাব দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার পাল্টা আক্রমণে এখন চাপে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্রুত ২ উইকেট ফেলে গলে আজ চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু একপ্রান্তে দাঁড়িয়ে কামিন্দু মেন্ডিস পাল্টা আক্রমণ করছেন সফরকারী বোলারদের ওপর। চাপে পড়া বাংলাদেশও ফিল্ডিংয়ে গুবলেট পাকাচ্ছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে আছেন। আরেক বাঁহাতি ব্যাটার মিলান রত্নায়েকে ৩৮ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর আট ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। ইনিংসের ৯৬তম ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান নাঈম হাসান। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কামিন্দুর ৪৬ রানের জুটি। আর ১০১তম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৫) ফেরান হাসান মাহমুদ। ডি সিলভা, কুশল মেন্ডিস দুই লঙ্কান ক্রিকেটারই লেগসাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেন উইকেটরক্ষক লিটন দাস।
৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১০১ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা মিলান রত্নায়েকে লঙ্কানদের হাল ধরেন কামিন্দুর সঙ্গে জুটি বেঁধে। বাংলাদেশের ফিল্ডাররাও এরপর করতে থাকেন হতশ্রী ফিল্ডিং। ক্যাচ মিসের পাশাপাশি হাতের ফাঁক গলে বাউন্ডারিও হয়েছে। যেখানে ১১০তম ওভারের শেষ বলে রত্নায়েকের বিপক্ষে কট এন্ড বোল্ডের সুযোগ মিস করেন তাইজুল। তখন রত্নায়েকের রান ছিল ৭।
বাজে ফিল্ডিংয়ের সঙ্গে রিভিউও খুইয়েছে বাংলাদেশ। ১১৮তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দুর বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেন লিটন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউতে দেখা যায় তাইজুলের বল কামিন্দুর পকেটে লেগে লিটনের হাতে পৌঁছায়। কামিন্দু যেমন বেঁচে গেছেন, তেমনি বাংলাদেশের রিভিউও নষ্ট হয়েছে।
বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সপ্তম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেলেন মিলান রত্নায়েকে ও কামিন্দু। এই জুটি এরই মধ্যে খেলেছে ১৩৮ বল। প্রথম ইনিংসে ১২৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৪৬৫ রান করে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে। আর ৩১ রান করলেই লঙ্কানরা লিড নেবে বাংলাদেশের বিপক্ষে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৭ ঘণ্টা আগে