ক্রীড়া ডেস্ক

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—বোঝাই যাচ্ছে, আইসিসি ইভেন্টের কারণে ক্রিকেটারদের কতটা ব্যস্ত সময় পার করতে হয়। আইসিসির সাদা বলের ইভেন্টের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো থাকছেই। এবার দক্ষিণ আফ্রিকা জানাল পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের ৮ ভেন্যুর নাম।
ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর হবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া মিলে হবে আইসিসির এই সাদা বলের ইভেন্ট। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৫৪ ম্যাচের মধ্যে ৪৪ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ আয়োজন করতে এরই মধ্যে আট ভেন্যু ঠিকও করে ফেলেছে সিএসএ। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন, পার্ল—দক্ষিণ আফ্রিকার এই ৮ ভেন্যুতে হবে ওয়ানডে বিশ্বকাপ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ৪৪ ম্যাচের কোন ভেন্যুতে কয়টি ম্যাচ হবে, সেটা এখনো জানায়নি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সূচি ঘোষণা হলেই বিস্তারিত জানা যাবে। এদিকে বিশ্বকাপের বাকি ১০ ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে। তবে এই দুই দেশের কোন কোন ভেন্যুতে খেলা হবে, সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্থানীয় এক সংগঠনকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল ২০২৭ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। সিএসএ প্রেসিডেন্ট রিহান রিচার্ডস বলেন, ‘সিএসএ’র ভিশন হচ্ছে বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজন করা। এটা দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য পুরো বিশ্বের সামনে তুলে ধরবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর হয়েছে দক্ষিণ আফ্রিকায়। পরবর্তীতে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল প্রোটিয়ারা। তবে ওয়ানডে বিশ্বকাপ সবশেষ দক্ষিণ আফ্রিকায় হয়েছে ২০০৩ সালে। ২৪ বছর পর আইসিসির এই ইভেন্ট আয়োজন নিয়ে এখনই অনেক রোমাঞ্চিত সিএসএ। বোর্ড প্রেসিডেন্ট রিচার্ডস বলেন, ‘আফ্রিকার মাঠে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ২৪ বছর আগে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভিন্ন কিছু করতে যাচ্ছি। ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করে ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানোর ব্যবস্থা করছি। সেটা আফ্রিকা মহাদেশকে পুরো বিশ্বের সঙ্গে দারুণ সংযোগ স্থাপন করবে।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপের আগে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত-শ্রীলঙ্কায়। এবার ভারত নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। বার্বাডোজে গত বছর প্রোটিয়াদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—বোঝাই যাচ্ছে, আইসিসি ইভেন্টের কারণে ক্রিকেটারদের কতটা ব্যস্ত সময় পার করতে হয়। আইসিসির সাদা বলের ইভেন্টের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো থাকছেই। এবার দক্ষিণ আফ্রিকা জানাল পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের ৮ ভেন্যুর নাম।
ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর হবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া মিলে হবে আইসিসির এই সাদা বলের ইভেন্ট। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৫৪ ম্যাচের মধ্যে ৪৪ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ আয়োজন করতে এরই মধ্যে আট ভেন্যু ঠিকও করে ফেলেছে সিএসএ। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন, পার্ল—দক্ষিণ আফ্রিকার এই ৮ ভেন্যুতে হবে ওয়ানডে বিশ্বকাপ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ৪৪ ম্যাচের কোন ভেন্যুতে কয়টি ম্যাচ হবে, সেটা এখনো জানায়নি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সূচি ঘোষণা হলেই বিস্তারিত জানা যাবে। এদিকে বিশ্বকাপের বাকি ১০ ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে। তবে এই দুই দেশের কোন কোন ভেন্যুতে খেলা হবে, সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্থানীয় এক সংগঠনকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল ২০২৭ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। সিএসএ প্রেসিডেন্ট রিহান রিচার্ডস বলেন, ‘সিএসএ’র ভিশন হচ্ছে বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজন করা। এটা দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য পুরো বিশ্বের সামনে তুলে ধরবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর হয়েছে দক্ষিণ আফ্রিকায়। পরবর্তীতে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল প্রোটিয়ারা। তবে ওয়ানডে বিশ্বকাপ সবশেষ দক্ষিণ আফ্রিকায় হয়েছে ২০০৩ সালে। ২৪ বছর পর আইসিসির এই ইভেন্ট আয়োজন নিয়ে এখনই অনেক রোমাঞ্চিত সিএসএ। বোর্ড প্রেসিডেন্ট রিচার্ডস বলেন, ‘আফ্রিকার মাঠে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ২৪ বছর আগে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভিন্ন কিছু করতে যাচ্ছি। ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করে ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানোর ব্যবস্থা করছি। সেটা আফ্রিকা মহাদেশকে পুরো বিশ্বের সঙ্গে দারুণ সংযোগ স্থাপন করবে।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপের আগে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত-শ্রীলঙ্কায়। এবার ভারত নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। বার্বাডোজে গত বছর প্রোটিয়াদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে