Ajker Patrika

হামজার সুবাদে প্রিমিয়ার লিগের ফেসবুক পোস্টে বাংলাদেশের নাম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৭: ৪১
প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা চৌধুরী। ফাইল ছবি
প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা চৌধুরী। ফাইল ছবি

তর্কসাপেক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। সেই লিগে খেলেছেন হামজা চৌধুরী। এখন তাঁর পরিচয় অবশ্য বাংলাদেশি। শুধু তা-ই নয়, গত মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। তাই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের নামের পাশে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করছেন ১২৬ দেশের খেলোয়াড়। সেখানে নাম আছে বাংলাদেশেরও। এই বৈচিত্র‍্যকে উদ্যাপন করতে সর্বোচ্চ ম্যাচ খেলা প্রতিটি দেশের ফুটবলারদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছে প্রিমিয়ার লিগ

বাংলাদেশের মধ্যে যেহেতু কেবল হামজাই প্রিমিয়ার লিগে, তাই অবধারিতভাবে তাঁর নামই রাখা হয় সেই পোস্টে। প্রিমিয়ার লিগে এই মিডফিল্ডারের অভিষেক হয় ২০১৭-১৮ মৌসুমে। এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। তবে বর্তমানে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে তাঁকে। তবে সেটা কেবল লেস্টার সিটি ছাড়লেই সম্ভব। কারণ, প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯-এ আছে লেস্টার। তাই অবনমনের শঙ্কায় আছে তারা।

হামজা ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের জেশ রহমানের। অবসরে যাওয়া সাবেক এই ডিফেন্ডার ফুলহ্যামের হয়ে তিন মৌসুমে খেলেছেন ২১ ম্যাচ।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় সবার ওপরে রয়েছেন গ্যারেথ ব্যারি। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার চার ক্লাবের হয়ে খেলেছেন ৬৫৩। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩২ ম্যাচ ওয়েলস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার রায়ান গিগসের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ