Ajker Patrika

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুঃসংবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে গত আগস্টে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে হয়েছিল ফিফার শিরোনামও। চার মাসের ব্যবধানে এবার অবনতি হলো পিটার বাটলারের দলের। আজ ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ১০৪ থেকে আফঈদা-ঋতুপর্ণাদের অবস্থান এখন ১১২।

অবশ্য এই অবনমন অনুমিতই ছিল। অক্টোবর ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই পেয়েছে হারের স্বাদ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ৩-০ ও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৫-১ ব্যবধানে।

নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দল আজারবাইজানের বিপক্ষে ভালো ফুটবল খেললেও এড়াতে পারেনি ২-১ গোলের হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।

মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...