ক্রীড়া ডেস্ক

জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।

জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২৫ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে