ক্রীড়া ডেস্ক

জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।

জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৭ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে