নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের দুই বিষয়ে সবাই একমত হয়েছে। এ দুটি বিষয় হচ্ছে—আস্থা ভোট ও অর্থ বিল। এই দুই বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে এসব কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরও কয়েকটি দল এর সঙ্গে সংবিধান সংশোধনী বিল যুক্ত করেছে। আমাদের আরেকটা অবস্থান আছে, আমরা লিখিত প্রস্তাবে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো বিষয়) থাকলে সে ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে—আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে উল্লেখ থাকবে। এখানে সবার স্বাক্ষর থাকবে। বাকি দুই বিষয় সংযুক্ত থাকবে। আমরা দায়িত্বপ্রাপ্ত (ক্ষমতায় গেলে) হলে বাকি দুই বিষয় সেখানে সংযুক্ত করতে পারব।’
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বাংলাদেশের সংসদ সদস্যদের দলের বিপক্ষে ভোট দিলে আসন হারানোর বিধান রয়েছে। এটি একটি বিতর্কিত ধারা। এই ধারা দলের হুইপকে কঠোরভাবে মেনে চলতে বাধ্য করে এবং সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ সীমিত করে।
৭০ অনুচ্ছেদের মূল বিষয় হলো:
যদি কোনো সংসদ সদস্য সংসদের সামনে তাঁর দলের বিরুদ্ধে ভোট দেন বা ভোটদানে বিরত থাকেন, তবে তিনি তাঁর সংসদ সদস্যপদ হারাবেন।
এই বিধান সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে সীমিত করে এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
এই ধারা সংসদকে একটি রাবার স্ট্যাম্প সংস্থায় পরিণত করে বলে অনেকে মনে করেন, কারণ, সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না।
এটি সংসদ সদস্যদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার সুযোগকে সীমিত করে।
ধারাটিকে অনেকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে মনে করেন, কারণ, এটি সংসদ সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার খর্ব করে। অন্যদিকে অনেকে মনে করেন, এই ধারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।
আলোচনার অন্যান্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডার টেকিং কমিটিসহ আরও জনগুরুত্বপূর্ণ বিষয়সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দলপ্রাপ্ত হবেন।’
বিএনপির এই শীর্ষ নেতা আরও জানান, নারীদের সংরক্ষিত ১০০ আসন রাখার বিষয়ে সবাই একমত। এটা নির্বাচনপদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সেটা এখনো চলমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের দুই বিষয়ে সবাই একমত হয়েছে। এ দুটি বিষয় হচ্ছে—আস্থা ভোট ও অর্থ বিল। এই দুই বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে এসব কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরও কয়েকটি দল এর সঙ্গে সংবিধান সংশোধনী বিল যুক্ত করেছে। আমাদের আরেকটা অবস্থান আছে, আমরা লিখিত প্রস্তাবে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো বিষয়) থাকলে সে ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে—আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে উল্লেখ থাকবে। এখানে সবার স্বাক্ষর থাকবে। বাকি দুই বিষয় সংযুক্ত থাকবে। আমরা দায়িত্বপ্রাপ্ত (ক্ষমতায় গেলে) হলে বাকি দুই বিষয় সেখানে সংযুক্ত করতে পারব।’
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বাংলাদেশের সংসদ সদস্যদের দলের বিপক্ষে ভোট দিলে আসন হারানোর বিধান রয়েছে। এটি একটি বিতর্কিত ধারা। এই ধারা দলের হুইপকে কঠোরভাবে মেনে চলতে বাধ্য করে এবং সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ সীমিত করে।
৭০ অনুচ্ছেদের মূল বিষয় হলো:
যদি কোনো সংসদ সদস্য সংসদের সামনে তাঁর দলের বিরুদ্ধে ভোট দেন বা ভোটদানে বিরত থাকেন, তবে তিনি তাঁর সংসদ সদস্যপদ হারাবেন।
এই বিধান সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে সীমিত করে এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
এই ধারা সংসদকে একটি রাবার স্ট্যাম্প সংস্থায় পরিণত করে বলে অনেকে মনে করেন, কারণ, সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না।
এটি সংসদ সদস্যদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার সুযোগকে সীমিত করে।
ধারাটিকে অনেকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে মনে করেন, কারণ, এটি সংসদ সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার খর্ব করে। অন্যদিকে অনেকে মনে করেন, এই ধারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।
আলোচনার অন্যান্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডার টেকিং কমিটিসহ আরও জনগুরুত্বপূর্ণ বিষয়সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দলপ্রাপ্ত হবেন।’
বিএনপির এই শীর্ষ নেতা আরও জানান, নারীদের সংরক্ষিত ১০০ আসন রাখার বিষয়ে সবাই একমত। এটা নির্বাচনপদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সেটা এখনো চলমান।

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৩৬ মিনিট আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৬ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৮ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে