রাঙামাটি প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানা ধরনের যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। শেখ হাসিনার মতো নানা যুক্তি খাঁড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না।’
আজ বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি সেখানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তাঁর অসুস্থ মা ভূজোপুদি চাকমার খোঁজ নিতে যান।
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় এ দেশের মানুষের খবর রাখছেন। এরই অংশ হিসেবে ঋতুপর্ণার পরিবারের পাশে রয়েছে তারেক তথা বিএনপি।
দেশের মানুষের ভোটাধিকার নিয়ে রিজভী বলেন, ‘মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি। ভোটারের পরিবর্তে কেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সে দিন শেষ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।’
যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার, সেগুলো করে নির্বাচন দেওয়ার দাবি করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, শুধু ঢাকায় প্রেসক্লাবে গিয়ে বড় বড় কথা বললে হবে না। প্রত্যন্ত এলাকার মানুষ কীভাবে আছে, সেটারও খোঁজ নিতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তুলত, কিন্তু পাহাড়ে এলে বোঝা যায়, কী উন্নয়ন হয়েছে।
রিজভী এর আগে চট্টগ্রাম থেকে সড়কপথে মগাছড়িতে আসেন এবং ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর মায়ের শারীরিক খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানা ধরনের যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। শেখ হাসিনার মতো নানা যুক্তি খাঁড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না।’
আজ বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি সেখানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তাঁর অসুস্থ মা ভূজোপুদি চাকমার খোঁজ নিতে যান।
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় এ দেশের মানুষের খবর রাখছেন। এরই অংশ হিসেবে ঋতুপর্ণার পরিবারের পাশে রয়েছে তারেক তথা বিএনপি।
দেশের মানুষের ভোটাধিকার নিয়ে রিজভী বলেন, ‘মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি। ভোটারের পরিবর্তে কেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সে দিন শেষ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।’
যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার, সেগুলো করে নির্বাচন দেওয়ার দাবি করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, শুধু ঢাকায় প্রেসক্লাবে গিয়ে বড় বড় কথা বললে হবে না। প্রত্যন্ত এলাকার মানুষ কীভাবে আছে, সেটারও খোঁজ নিতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তুলত, কিন্তু পাহাড়ে এলে বোঝা যায়, কী উন্নয়ন হয়েছে।
রিজভী এর আগে চট্টগ্রাম থেকে সড়কপথে মগাছড়িতে আসেন এবং ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর মায়ের শারীরিক খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক যেন না থাকে। তারেক রহমানের নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র।
৩ মিনিট আগে
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা গতকালের মতো সুশৃঙ্খলভাবে এখানে তপ্ত রোদকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয় আমরা সারা রাত এখানে অবস্থান করব।
২ ঘণ্টা আগে
সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
৩ ঘণ্টা আগে
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে