নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মব সৃষ্টিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের জমিন প্রস্তুত করছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা জানানো হয়। একই সঙ্গে দেশব্যাপী নারী নিপীড়ন বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবিও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। তাঁরা বলেন, সারা দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়ন, হয়রানি, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, যা উদ্বেগজনক।
নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলার পর ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানো হয়েছে। একটা বিশাল ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এ ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। মব সৃষ্টিকারীরা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বাধাগ্রস্ত করে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের জন্য জমিন প্রস্তুত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকতে হবে, জনগণের আন্দোলনে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নেতারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এই মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর ওপর অব্যাহত নির্যাতন, নিপীড়ন, হয়রানি ও ধর্ষণ বন্ধ করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক মব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অতিদ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন। দেশের ভবিষ্যৎকে কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের বলি হতে দেওয়া যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মব সৃষ্টিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের জমিন প্রস্তুত করছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা জানানো হয়। একই সঙ্গে দেশব্যাপী নারী নিপীড়ন বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবিও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। তাঁরা বলেন, সারা দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়ন, হয়রানি, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, যা উদ্বেগজনক।
নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলার পর ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানো হয়েছে। একটা বিশাল ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এ ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। মব সৃষ্টিকারীরা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বাধাগ্রস্ত করে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের জন্য জমিন প্রস্তুত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকতে হবে, জনগণের আন্দোলনে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নেতারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এই মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর ওপর অব্যাহত নির্যাতন, নিপীড়ন, হয়রানি ও ধর্ষণ বন্ধ করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক মব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অতিদ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন। দেশের ভবিষ্যৎকে কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের বলি হতে দেওয়া যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
৭ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে
টানাপোড়েন ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির এই জোটে না থাকার স্পস্ট আভাস গত বৃহস্পতিবার রাতেই পাওয়া গিয়েছিল।
৮ ঘণ্টা আগে