Ajker Patrika

মব সৃষ্টিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের জমিন প্রস্তুত করছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২৩: ৩৯
মব সৃষ্টিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের জমিন প্রস্তুত করছে: গণতন্ত্র মঞ্চ

মব সৃষ্টিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের জমিন প্রস্তুত করছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা জানানো হয়। একই সঙ্গে দেশব্যাপী নারী নিপীড়ন বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবিও জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। তাঁরা বলেন, সারা দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়ন, হয়রানি, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, যা উদ্বেগজনক।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলার পর ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানো হয়েছে। একটা বিশাল ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এ ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। মব সৃষ্টিকারীরা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বাধাগ্রস্ত করে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের জন্য জমিন প্রস্তুত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকতে হবে, জনগণের আন্দোলনে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নেতারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এই মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর ওপর অব্যাহত নির্যাতন, নিপীড়ন, হয়রানি ও ধর্ষণ বন্ধ করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক মব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অতিদ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন। দেশের ভবিষ্যৎকে কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের বলি হতে দেওয়া যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত