আজকের পত্রিকা ডেস্ক

জনগণের সংসদে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্যর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বৈদেশিক যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে।’
সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা ছিল সেটা আমরা আলোচনা করেছি। সেটার জন্য সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে।’
সংস্কারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা যদি কোনো সংস্কার প্রস্তাব রাখতে চায়, করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সরকারকে অবশ্যই একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সেটি দ্রুত করলে রাজনৈতিক আস্থা, বিশ্বাস আরও বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলতেই পারে। নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি এটি কোনোভাবেই কাম্য না।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব কিন্তু ৪ মাস অতিবাহিত হয়েছে খুব একটা সফলতা এখনো লক্ষ্য করছি না। প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন, জিনিসপত্রের দাম বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসে নাই। সরকারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সুবিধাবাদী তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। ডিসি-এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।’
বৈঠক শেষে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে ৷ এটা গত ১৫ বছর আমরা করতে পারিনি ৷ আজকে সে সুযোগটা আমাদের এসেছে।’

জনগণের সংসদে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্যর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বৈদেশিক যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে।’
সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা ছিল সেটা আমরা আলোচনা করেছি। সেটার জন্য সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে।’
সংস্কারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা যদি কোনো সংস্কার প্রস্তাব রাখতে চায়, করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সরকারকে অবশ্যই একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সেটি দ্রুত করলে রাজনৈতিক আস্থা, বিশ্বাস আরও বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলতেই পারে। নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি এটি কোনোভাবেই কাম্য না।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব কিন্তু ৪ মাস অতিবাহিত হয়েছে খুব একটা সফলতা এখনো লক্ষ্য করছি না। প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন, জিনিসপত্রের দাম বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসে নাই। সরকারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সুবিধাবাদী তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। ডিসি-এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।’
বৈঠক শেষে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে ৷ এটা গত ১৫ বছর আমরা করতে পারিনি ৷ আজকে সে সুযোগটা আমাদের এসেছে।’

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৪ ঘণ্টা আগে