আজকের পত্রিকা ডেস্ক

জনগণের সংসদে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্যর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বৈদেশিক যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে।’
সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা ছিল সেটা আমরা আলোচনা করেছি। সেটার জন্য সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে।’
সংস্কারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা যদি কোনো সংস্কার প্রস্তাব রাখতে চায়, করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সরকারকে অবশ্যই একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সেটি দ্রুত করলে রাজনৈতিক আস্থা, বিশ্বাস আরও বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলতেই পারে। নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি এটি কোনোভাবেই কাম্য না।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব কিন্তু ৪ মাস অতিবাহিত হয়েছে খুব একটা সফলতা এখনো লক্ষ্য করছি না। প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন, জিনিসপত্রের দাম বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসে নাই। সরকারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সুবিধাবাদী তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। ডিসি-এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।’
বৈঠক শেষে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে ৷ এটা গত ১৫ বছর আমরা করতে পারিনি ৷ আজকে সে সুযোগটা আমাদের এসেছে।’

জনগণের সংসদে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্যর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বৈদেশিক যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে।’
সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা ছিল সেটা আমরা আলোচনা করেছি। সেটার জন্য সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে।’
সংস্কারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা যদি কোনো সংস্কার প্রস্তাব রাখতে চায়, করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সরকারকে অবশ্যই একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সেটি দ্রুত করলে রাজনৈতিক আস্থা, বিশ্বাস আরও বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলতেই পারে। নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি এটি কোনোভাবেই কাম্য না।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব কিন্তু ৪ মাস অতিবাহিত হয়েছে খুব একটা সফলতা এখনো লক্ষ্য করছি না। প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন, জিনিসপত্রের দাম বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসে নাই। সরকারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সুবিধাবাদী তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। ডিসি-এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।’
বৈঠক শেষে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে ৷ এটা গত ১৫ বছর আমরা করতে পারিনি ৷ আজকে সে সুযোগটা আমাদের এসেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
৩৮ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার স্পষ্ট ঘোষণা দিলেও এখনো তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।’
৬ ঘণ্টা আগে