নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
আজ শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর এসব কথা জানান ডা. জাহাঙ্গীর কবির। এদিন সকাল ৭টায় তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।’
তিনি আরও বলেন, ‘আর ওনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই ওনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর ওনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহ খানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।’
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরওয়ার আরও বলেন, ‘আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি—হার্টের তিনটি প্রধান ব্লকেজ প্রথম দেখা যাচ্ছে। যেটা ৮০-৮৫ ভাগের মতো ব্লক। আরও কিছু ব্লকেজ আছে, যেগুলো ৬০-৬৫ শতাংশের মতো। এনজিওগ্রামে সব মিলিয়ে পাঁচ-ছয়টি ব্লকেজের সমস্যা পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে দুবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তব্য দেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
আজ শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর এসব কথা জানান ডা. জাহাঙ্গীর কবির। এদিন সকাল ৭টায় তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।’
তিনি আরও বলেন, ‘আর ওনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই ওনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর ওনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহ খানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।’
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরওয়ার আরও বলেন, ‘আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি—হার্টের তিনটি প্রধান ব্লকেজ প্রথম দেখা যাচ্ছে। যেটা ৮০-৮৫ ভাগের মতো ব্লক। আরও কিছু ব্লকেজ আছে, যেগুলো ৬০-৬৫ শতাংশের মতো। এনজিওগ্রামে সব মিলিয়ে পাঁচ-ছয়টি ব্লকেজের সমস্যা পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে দুবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তব্য দেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে—তা নির্বাচনী ইশতেহারে লিপিবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
১ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমবেদনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সদস্যসচিব সৈয়দা নীলিমা দোলা। তিনি এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে