নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র শপথের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে তিনি বলেছেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা দেন ইশরাক হোসেন।
ইশরাক বলেন, ‘আমরা আশা করব, এই অন্তর্বর্তী সরকার আর এক মুহূর্তও কালক্ষেপণ না করে আদালতের রায় বাস্তবায়ন করবে এবং জনগণের সামনে আগামী দিনের এজেন্ডা তুলে ধরবে।’
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘গতকাল আমি একটি ঘোষণা দিয়েছিলাম—বর্তমান সরকারের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যাঁরা সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছেন। আমি বলেছিলাম, তাঁদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ আমি সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করছি—তাঁদের পদত্যাগ ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। পরিষ্কারভাবে বলতে চাই, আদালতের রায় ও মেয়রের শপথ—এ দুটি বিষয় আলাদা। রায় বাস্তবায়ন হলেও আমাদের প্রথম দাবিটি—ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের পদত্যাগ—তা অটল থাকবে।’
ইশরাক আরও বলেন, ‘আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার ধানের শীষের প্রার্থীর সঙ্গে কী ধরনের আচরণ করে। আমরা দেখছি, নতুন একটি রাজনৈতিক দল এ বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুল আইনি ব্যাখ্যা ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করবেন এবং দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দেশের জনগণ সেটাই দেখতে ও শুনতে চায়।’

ইশরাক আরও বলেন, ‘আপনারা জানেন, আমাদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনগণ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল, নাগরিক সেবা ব্যাহত হয়েছে। এই অজান্তে সৃষ্ট দুর্ভোগের জন্য আমাদের নেতা, আমি ও আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এটাও বলতে চাই, এই ধরনের কর্মসূচি আমাদের পূর্বপরিকল্পিত ছিল না। বর্তমান সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নামি।’

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র শপথের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে তিনি বলেছেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা দেন ইশরাক হোসেন।
ইশরাক বলেন, ‘আমরা আশা করব, এই অন্তর্বর্তী সরকার আর এক মুহূর্তও কালক্ষেপণ না করে আদালতের রায় বাস্তবায়ন করবে এবং জনগণের সামনে আগামী দিনের এজেন্ডা তুলে ধরবে।’
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘গতকাল আমি একটি ঘোষণা দিয়েছিলাম—বর্তমান সরকারের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যাঁরা সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছেন। আমি বলেছিলাম, তাঁদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ আমি সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করছি—তাঁদের পদত্যাগ ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। পরিষ্কারভাবে বলতে চাই, আদালতের রায় ও মেয়রের শপথ—এ দুটি বিষয় আলাদা। রায় বাস্তবায়ন হলেও আমাদের প্রথম দাবিটি—ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের পদত্যাগ—তা অটল থাকবে।’
ইশরাক আরও বলেন, ‘আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার ধানের শীষের প্রার্থীর সঙ্গে কী ধরনের আচরণ করে। আমরা দেখছি, নতুন একটি রাজনৈতিক দল এ বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুল আইনি ব্যাখ্যা ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করবেন এবং দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দেশের জনগণ সেটাই দেখতে ও শুনতে চায়।’

ইশরাক আরও বলেন, ‘আপনারা জানেন, আমাদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনগণ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল, নাগরিক সেবা ব্যাহত হয়েছে। এই অজান্তে সৃষ্ট দুর্ভোগের জন্য আমাদের নেতা, আমি ও আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এটাও বলতে চাই, এই ধরনের কর্মসূচি আমাদের পূর্বপরিকল্পিত ছিল না। বর্তমান সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নামি।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
৪ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে