নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েও বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির প্রতীকী অনশনে এ ঘটনা ঘটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হয়। সকাল ১০টায় সমাবেশের শুরুতে বক্তব্য দেন মির্জা ফখরুল। এরপর একে একে দলীয় নেতাদের পাশাপাশি সমমনা দলের নেতারাও বক্তব্য দেন।
ধারাবাহিকতা অনুযায়ী সবশেষে সভাপতির বক্তব্য দেওয়ার কথা থাকলেও আগেই বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তখনো বক্তৃতা দেওয়ার তালিকায় আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ যখন বক্তৃতা শুরু করেন, ততক্ষণে কর্মসূচির সময়সীমা শেষ হয়ে গেছে।
খন্দকার মোশাররফ বক্তৃতায় শুধু বলেন, ‘আজকে আমরা ৩টা পর্যন্ত অনশন করার সময় ঘোষণা করেছি। এখনই ৩টা বেজে গেছে। আমার পরে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার কথা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সুযোগ নাই।’
এ কথা বলে কর্মসূচির সবার বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনশন ভঙ্গ করে কর্মসূচির সমাপ্তি টানতে আহ্বান জানান খন্দকার মোশাররফ। তাঁর সেই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুলকে পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েও বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির প্রতীকী অনশনে এ ঘটনা ঘটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হয়। সকাল ১০টায় সমাবেশের শুরুতে বক্তব্য দেন মির্জা ফখরুল। এরপর একে একে দলীয় নেতাদের পাশাপাশি সমমনা দলের নেতারাও বক্তব্য দেন।
ধারাবাহিকতা অনুযায়ী সবশেষে সভাপতির বক্তব্য দেওয়ার কথা থাকলেও আগেই বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তখনো বক্তৃতা দেওয়ার তালিকায় আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ যখন বক্তৃতা শুরু করেন, ততক্ষণে কর্মসূচির সময়সীমা শেষ হয়ে গেছে।
খন্দকার মোশাররফ বক্তৃতায় শুধু বলেন, ‘আজকে আমরা ৩টা পর্যন্ত অনশন করার সময় ঘোষণা করেছি। এখনই ৩টা বেজে গেছে। আমার পরে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার কথা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সুযোগ নাই।’
এ কথা বলে কর্মসূচির সবার বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনশন ভঙ্গ করে কর্মসূচির সমাপ্তি টানতে আহ্বান জানান খন্দকার মোশাররফ। তাঁর সেই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুলকে পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
২ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৩ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৩ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৩ ঘণ্টা আগে