নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েও বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির প্রতীকী অনশনে এ ঘটনা ঘটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হয়। সকাল ১০টায় সমাবেশের শুরুতে বক্তব্য দেন মির্জা ফখরুল। এরপর একে একে দলীয় নেতাদের পাশাপাশি সমমনা দলের নেতারাও বক্তব্য দেন।
ধারাবাহিকতা অনুযায়ী সবশেষে সভাপতির বক্তব্য দেওয়ার কথা থাকলেও আগেই বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তখনো বক্তৃতা দেওয়ার তালিকায় আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ যখন বক্তৃতা শুরু করেন, ততক্ষণে কর্মসূচির সময়সীমা শেষ হয়ে গেছে।
খন্দকার মোশাররফ বক্তৃতায় শুধু বলেন, ‘আজকে আমরা ৩টা পর্যন্ত অনশন করার সময় ঘোষণা করেছি। এখনই ৩টা বেজে গেছে। আমার পরে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার কথা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সুযোগ নাই।’
এ কথা বলে কর্মসূচির সবার বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনশন ভঙ্গ করে কর্মসূচির সমাপ্তি টানতে আহ্বান জানান খন্দকার মোশাররফ। তাঁর সেই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুলকে পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েও বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির প্রতীকী অনশনে এ ঘটনা ঘটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হয়। সকাল ১০টায় সমাবেশের শুরুতে বক্তব্য দেন মির্জা ফখরুল। এরপর একে একে দলীয় নেতাদের পাশাপাশি সমমনা দলের নেতারাও বক্তব্য দেন।
ধারাবাহিকতা অনুযায়ী সবশেষে সভাপতির বক্তব্য দেওয়ার কথা থাকলেও আগেই বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তখনো বক্তৃতা দেওয়ার তালিকায় আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ যখন বক্তৃতা শুরু করেন, ততক্ষণে কর্মসূচির সময়সীমা শেষ হয়ে গেছে।
খন্দকার মোশাররফ বক্তৃতায় শুধু বলেন, ‘আজকে আমরা ৩টা পর্যন্ত অনশন করার সময় ঘোষণা করেছি। এখনই ৩টা বেজে গেছে। আমার পরে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার কথা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সুযোগ নাই।’
এ কথা বলে কর্মসূচির সবার বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনশন ভঙ্গ করে কর্মসূচির সমাপ্তি টানতে আহ্বান জানান খন্দকার মোশাররফ। তাঁর সেই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুলকে পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
২ ঘণ্টা আগে
নামের আগে ‘মাননীয়’ বলতে বারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে “মাননীয়” বলবেন না।’
৩ ঘণ্টা আগে
বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।
৪ ঘণ্টা আগে