Ajker Patrika

পদত্যাগের আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৫, ০৮: ৫৯
পদত্যাগের আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের সাক্ষাৎ আজ

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করবে বিএনপি ও জামায়াত। সন্ধ্যা ৭টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া সন্ধ্যা ৮টা থেকে জামায়াতের সঙ্গে সাক্ষাত হবে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গত কয়েকদিনের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগে করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান। বিষয়টি প্রকাশ্যে আসার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখপ্রকাশ করেন। অন্যদিকে জাময়াত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত