Ajker Patrika

আমাদের পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ২২: ২১
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এর নেতা-কর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ‘বিনা শর্তে’ ক্ষমা চেয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে ‘প্রতিশোধের রাজনীতি’র অবসান ঘটাবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস ঘোষণা করে সর্বোচ্চ আদালতের রায়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলের শীর্ষ নেতারাসহ দুই শতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো আচরণে, কোনো পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসেবেও আমরা কেউ দাবি করি না ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী-সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত