নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি—এই তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নিজোট’ আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জুলাই ২৪ হত্যাকাণ্ডে যেমন ভয়াবহ রক্তপাত হয়েছে, তেমনি আর কোনো আন্দোলনে এত প্রাণহানি ঘটেনি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
সরকারের সমালোচনা করে আল্লামা জুবাইর বলেন, ৫ আগস্ট-পরবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গত এক বছরে খুন, গুম, মব ভায়োলেন্স, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থেকেছে। পাশাপাশি শতাধিক মসজিদ, মাদ্রাসা ও মাজারে হামলা ও অগ্নিসংযোগ হলেও সরকার নির্বিকার থেকেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বর্তমান পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন পদ্ধতিরও সমালোচনা করা হয়। অধ্যক্ষ জুবাইর বলেন, এই পদ্ধতি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে জনগণ বিভ্রান্তিতে পড়তে পারে এবং তাদের প্রকৃত ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার সম্ভাবনা কম।
সংবাদ সম্মেলনে ১৭ দফা দাবি ও ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এতে বলা হয়, জুলাই আন্দোলনে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন চালাতে হবে। নির্বাচনকে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের অযোগ্য ঘোষণা করা এবং শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
জোটের নেতারা বলেন, সুদমুক্ত ও ন্যায্য অর্থনীতি গড়ে তুলতে হবে, কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সিন্ডিকেট ও কালোবাজারি নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি রোধ করতে হবে। প্রবাসীদের স্বার্থ রক্ষা ও নতুন বৈদেশিক কর্মসংস্থান বাজার সৃষ্টি, কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা নীতি প্রণয়ন, মাদ্রাসা-সাধারণ-কারিগরি শিক্ষার সমন্বয়, নারী ও শিশু অধিকার সুরক্ষা, মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূলের প্রতিশ্রুতিও ঘোষণাপত্রে উঠে আসে।
লিখিত ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন ও আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তাঁরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতেই বৃহত্তর সুন্নি জোটের যাত্রা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মাওলানা বাকি বিল্লাহ আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স ম হামেদ হোসাইন, এইচ এএম মুজিবুল হক শাকুর, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মো. সোহেল সামাদ বাচ্চু, ঢালি কামরুজ্জামান হারুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মাওলানা ও আলেম সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি—এই তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নিজোট’ আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জুলাই ২৪ হত্যাকাণ্ডে যেমন ভয়াবহ রক্তপাত হয়েছে, তেমনি আর কোনো আন্দোলনে এত প্রাণহানি ঘটেনি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
সরকারের সমালোচনা করে আল্লামা জুবাইর বলেন, ৫ আগস্ট-পরবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গত এক বছরে খুন, গুম, মব ভায়োলেন্স, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থেকেছে। পাশাপাশি শতাধিক মসজিদ, মাদ্রাসা ও মাজারে হামলা ও অগ্নিসংযোগ হলেও সরকার নির্বিকার থেকেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বর্তমান পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন পদ্ধতিরও সমালোচনা করা হয়। অধ্যক্ষ জুবাইর বলেন, এই পদ্ধতি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে জনগণ বিভ্রান্তিতে পড়তে পারে এবং তাদের প্রকৃত ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার সম্ভাবনা কম।
সংবাদ সম্মেলনে ১৭ দফা দাবি ও ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এতে বলা হয়, জুলাই আন্দোলনে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন চালাতে হবে। নির্বাচনকে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের অযোগ্য ঘোষণা করা এবং শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
জোটের নেতারা বলেন, সুদমুক্ত ও ন্যায্য অর্থনীতি গড়ে তুলতে হবে, কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সিন্ডিকেট ও কালোবাজারি নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি রোধ করতে হবে। প্রবাসীদের স্বার্থ রক্ষা ও নতুন বৈদেশিক কর্মসংস্থান বাজার সৃষ্টি, কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা নীতি প্রণয়ন, মাদ্রাসা-সাধারণ-কারিগরি শিক্ষার সমন্বয়, নারী ও শিশু অধিকার সুরক্ষা, মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূলের প্রতিশ্রুতিও ঘোষণাপত্রে উঠে আসে।
লিখিত ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন ও আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তাঁরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতেই বৃহত্তর সুন্নি জোটের যাত্রা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মাওলানা বাকি বিল্লাহ আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স ম হামেদ হোসাইন, এইচ এএম মুজিবুল হক শাকুর, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মো. সোহেল সামাদ বাচ্চু, ঢালি কামরুজ্জামান হারুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মাওলানা ও আলেম সমাজের প্রতিনিধিরা।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৮ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৯ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৯ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৯ ঘণ্টা আগে