নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দলগুলোর মধ্যে মতৈক্য প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। আজ মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনলাইন আলোচনা সভায় তাঁরা এ মত দেন।
‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সাংবিধানিক কাঠামো ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক তথা গ্রহণযোগ্য করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা জরুরি।
সংকট সমাধানে সুজনের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ঐকমত্য, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারসহ পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— ১/ নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ঐকমত্য, ২/ সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, ৩/ জাতীয় সংসদ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ৪/ আইনের শাসন নিশ্চিত করা ও মানবাধিকার সংরক্ষণ, ৫/ রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ও একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম. হাফিজউদ্দিন খান বলেন, ‘গত ৫০ বছরে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেখিনি। এবারও তাই হবে বলে মনে হচ্ছে। তাই ঘুরেফিরে একটি কথাই আসে নির্দলীয় সরকার চাই।’
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, প্রধান দুটি দলের যেকোনো একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাই এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দুটি দলই অংশ নেয়। এ জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে, যেগুলো আসলে প্রয়োজন নেই। মূল দরকার আইনের প্রয়োগ।
সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, বর্তমান সংকট রাজনৈতিক ও সাংবিধানিক। অনেক সংকটের মূলে আছে রাজনীতি, কিন্তু সমাধান করতে হবে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, মানুষ নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। ভোটকেন্দ্রে আসছে না। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করলে ভোটে একটি ভারসাম্য আসতে পারে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বলেন, মূল সংকটটা হলো রাজনৈতিক, সাংবিধানিক নয়। অংশগ্রহণমূলক বহুদলীয় গণতন্ত্র থাকবে কি থাকবে না, তার সংকট।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, এখন সবকিছু ব্যুরোক্রেসির নিয়ন্ত্রণে চলে গেছে। কারণ, নির্বাচনে জিততে হলে ব্যুরোক্রেসি লাগবে। দুর্নীতি একদম তৃণমূলে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের মতে, অর্থনীতি, পরিবেশ, রাজনীতি সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। প্রতিনিধিত্বমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচনই বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় বলে মনে করেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ফেলো রিদওয়ানুল হক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দলগুলোর মধ্যে মতৈক্য প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। আজ মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনলাইন আলোচনা সভায় তাঁরা এ মত দেন।
‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সাংবিধানিক কাঠামো ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক তথা গ্রহণযোগ্য করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা জরুরি।
সংকট সমাধানে সুজনের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ঐকমত্য, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারসহ পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— ১/ নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ঐকমত্য, ২/ সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, ৩/ জাতীয় সংসদ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ৪/ আইনের শাসন নিশ্চিত করা ও মানবাধিকার সংরক্ষণ, ৫/ রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ও একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম. হাফিজউদ্দিন খান বলেন, ‘গত ৫০ বছরে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেখিনি। এবারও তাই হবে বলে মনে হচ্ছে। তাই ঘুরেফিরে একটি কথাই আসে নির্দলীয় সরকার চাই।’
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, প্রধান দুটি দলের যেকোনো একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাই এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দুটি দলই অংশ নেয়। এ জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে, যেগুলো আসলে প্রয়োজন নেই। মূল দরকার আইনের প্রয়োগ।
সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, বর্তমান সংকট রাজনৈতিক ও সাংবিধানিক। অনেক সংকটের মূলে আছে রাজনীতি, কিন্তু সমাধান করতে হবে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, মানুষ নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। ভোটকেন্দ্রে আসছে না। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করলে ভোটে একটি ভারসাম্য আসতে পারে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বলেন, মূল সংকটটা হলো রাজনৈতিক, সাংবিধানিক নয়। অংশগ্রহণমূলক বহুদলীয় গণতন্ত্র থাকবে কি থাকবে না, তার সংকট।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, এখন সবকিছু ব্যুরোক্রেসির নিয়ন্ত্রণে চলে গেছে। কারণ, নির্বাচনে জিততে হলে ব্যুরোক্রেসি লাগবে। দুর্নীতি একদম তৃণমূলে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের মতে, অর্থনীতি, পরিবেশ, রাজনীতি সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। প্রতিনিধিত্বমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচনই বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় বলে মনে করেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ফেলো রিদওয়ানুল হক।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
২ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৪ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৪ ঘণ্টা আগে