Ajker Patrika

দিনের ছবি (১৯ সেপ্টেম্বর, ২০২৩)

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬: ২৫
নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। নিচে বয়ে যাওয়া নদীর পাড়ে বাঁধা ডিঙি নৌকা। সব মিলিয়ে আবহমান বাংলার এক চিরচেনা রূপ। ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা গ্রামের কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। নিচে বয়ে যাওয়া নদীর পাড়ে বাঁধা ডিঙি নৌকা। সব মিলিয়ে আবহমান বাংলার এক চিরচেনা রূপ। ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা গ্রামের কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
বিস্তীর্ণ মাঠজুড়ে ফসলের সমারোহ। মাঝে নিচু জলাশয়ে জমে থাকা স্বচ্ছ পানিতে আকাশের প্রতিবিম্ব। আর দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি। সবকিছু মিলিয়ে শরতে প্রকৃতি যেন রূপের ডালি মেলে দিয়েছে। ঘিওর উপজেলার সিংজুরী গ্রাম, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
বিস্তীর্ণ মাঠজুড়ে ফসলের সমারোহ। মাঝে নিচু জলাশয়ে জমে থাকা স্বচ্ছ পানিতে আকাশের প্রতিবিম্ব। আর দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি। সবকিছু মিলিয়ে শরতে প্রকৃতি যেন রূপের ডালি মেলে দিয়েছে। ঘিওর উপজেলার সিংজুরী গ্রাম, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
আশ্বিন মাসের শুরু, নদ-নদীর পানি কমে গেছে। খাল-বিলেও সামান্য পানি। তাই এ সময় ধরা পড়ছে অনেক মাছ। জেলেদের পাশাপাশি সাধারণ মানুষও শখের বশে নেমে পড়ছেন মাছ ধরতে। এ যেন রীতিমতো এক মাছ ধরার উৎসব। ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নাটুয়া বিল গ্রামের কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
আশ্বিন মাসের শুরু, নদ-নদীর পানি কমে গেছে। খাল-বিলেও সামান্য পানি। তাই এ সময় ধরা পড়ছে অনেক মাছ। জেলেদের পাশাপাশি সাধারণ মানুষও শখের বশে নেমে পড়ছেন মাছ ধরতে। এ যেন রীতিমতো এক মাছ ধরার উৎসব। ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নাটুয়া বিল গ্রামের কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
ভোর পাঁচটার পর থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত মোটামুটি টানা বৃষ্টি হয় নগরীতে। এ সময় পথচারীদের পাশাপাশি সাইকেল আরোহী এবং রিকশাচালকদেরও মাথায় ছাতা ধরে থাকতে দেখা যায়। মেহেরচন্ডি করইতলা এলাকা, রাজশাহী, ১৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
ভোর পাঁচটার পর থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত মোটামুটি টানা বৃষ্টি হয় নগরীতে। এ সময় পথচারীদের পাশাপাশি সাইকেল আরোহী এবং রিকশাচালকদেরও মাথায় ছাতা ধরে থাকতে দেখা যায়। মেহেরচন্ডি করইতলা এলাকা, রাজশাহী, ১৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত