আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৩ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৭ ঘণ্টা আগে