নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এই প্রতিবেদন পক্ষপাতমূলক এবং মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার পুনঃতদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে অবশ্যই দায়ী এবং অপারগ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে এবং ব্যর্থ হওয়ার কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, এই তদন্ত কমিটির যে দুজন ব্যক্তি রয়েছেন তাঁরা প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। সাধারণত তদন্ত কমিটি গঠন করার সময় বিশেষজ্ঞ ব্যক্তি, বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক, খাতসংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা থেকে নিয়োজিত ব্যক্তিরা থাকার কথা, কিন্তু তা করা হয়নি। প্রতিবেদনে কেবল ঘটনার দুর্বলতা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনারাবৃত্তি না হওয়ার সুপারিশ করা হয়েছে। দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি, যিনি উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নন, অথচ তাঁকে যারা নিয়োজিত করল, তাঁদের কাউকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়নি।’
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেই হোন না কেন, অবহেলার জন্য তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রতিবেদনে তাঁরা কাউকে দায়ী বা শাস্তির সুপারিশ করেননি। প্রতিমন্ত্রী ৫ কোটি বা লাখ লাখ তথ্য ফাঁস হয়ে গেছে এই মতামতের সঙ্গে একমত নন। তবে তিনি কিংবা তদন্ত কমিটির কেউই সুনির্দিষ্ট সংখ্যা বলতে ব্যর্থ হয়েছেন। এতে প্রমাণিত হয় তদন্ত কমিটির প্রযুক্তির জ্ঞানে দুর্বলতা রয়েছে। নাগরিকদের জিমেইল, ক্রেডিট-ডেবিট কার্ডের পাসওয়ার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এমনকি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বললেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি। এমনকি ন্যক্কারজনক এ ঘটনার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়নি।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা দাবি করে বলেন, ‘আমরা মনে করি, এই তদন্ত সঠিক হয়নি। একটি দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যা কেবল সুপারিশনামা হিসেবে গণ্য হতে পারে। তাই পুনরায় উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধ্যাপক, সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’
উল্লেখ্য, ৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি গত ২৭ জুন প্রথম দেখতে পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তাঁর বরাতে এই প্রতিবেদন করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।
এ ঘটনায় আইসিটি বিভাগের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, ওয়েব অ্যাপ্লিকেশনের দায়িত্বে সীমিত জনবল এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান কম থাকায় সঠিকভাবে সেগুলো নজরদারি করা যায়নি বলে তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের অ্যাপ্লিকেশন সিস্টেমে কোনো লগ ফাইল সংরক্ষণ করা হয়নি বলেও তদন্তে জানা গেছে বলে উল্লেখ করেন তিনি।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এই প্রতিবেদন পক্ষপাতমূলক এবং মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার পুনঃতদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে অবশ্যই দায়ী এবং অপারগ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে এবং ব্যর্থ হওয়ার কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, এই তদন্ত কমিটির যে দুজন ব্যক্তি রয়েছেন তাঁরা প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। সাধারণত তদন্ত কমিটি গঠন করার সময় বিশেষজ্ঞ ব্যক্তি, বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক, খাতসংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা থেকে নিয়োজিত ব্যক্তিরা থাকার কথা, কিন্তু তা করা হয়নি। প্রতিবেদনে কেবল ঘটনার দুর্বলতা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনারাবৃত্তি না হওয়ার সুপারিশ করা হয়েছে। দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি, যিনি উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নন, অথচ তাঁকে যারা নিয়োজিত করল, তাঁদের কাউকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়নি।’
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেই হোন না কেন, অবহেলার জন্য তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রতিবেদনে তাঁরা কাউকে দায়ী বা শাস্তির সুপারিশ করেননি। প্রতিমন্ত্রী ৫ কোটি বা লাখ লাখ তথ্য ফাঁস হয়ে গেছে এই মতামতের সঙ্গে একমত নন। তবে তিনি কিংবা তদন্ত কমিটির কেউই সুনির্দিষ্ট সংখ্যা বলতে ব্যর্থ হয়েছেন। এতে প্রমাণিত হয় তদন্ত কমিটির প্রযুক্তির জ্ঞানে দুর্বলতা রয়েছে। নাগরিকদের জিমেইল, ক্রেডিট-ডেবিট কার্ডের পাসওয়ার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এমনকি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বললেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি। এমনকি ন্যক্কারজনক এ ঘটনার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়নি।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা দাবি করে বলেন, ‘আমরা মনে করি, এই তদন্ত সঠিক হয়নি। একটি দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যা কেবল সুপারিশনামা হিসেবে গণ্য হতে পারে। তাই পুনরায় উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধ্যাপক, সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’
উল্লেখ্য, ৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি গত ২৭ জুন প্রথম দেখতে পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তাঁর বরাতে এই প্রতিবেদন করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।
এ ঘটনায় আইসিটি বিভাগের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, ওয়েব অ্যাপ্লিকেশনের দায়িত্বে সীমিত জনবল এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান কম থাকায় সঠিকভাবে সেগুলো নজরদারি করা যায়নি বলে তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের অ্যাপ্লিকেশন সিস্টেমে কোনো লগ ফাইল সংরক্ষণ করা হয়নি বলেও তদন্তে জানা গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৮ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১০ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১০ ঘণ্টা আগে