
বাংলাদেশে অনলাইনে ‘মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ’ অবশ্যই বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডিজিটাল নিরাপত্তা আইন, এই মামলায় ১০ ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হওয়া, নির্বিচারে আটকে রাখা এবং নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটির এক ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।
‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামে ২৫ জুলাই ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় বাংলাদেশে অন্তত ৪৩৩ জন কারাগারে রয়েছেন। সাংবাদিক, কার্টুনিস্ট, গায়ক, অ্যাকটিভিস্ট, উদ্যোক্তা, শিক্ষার্থী এমনকি লেখাপড়া না জানা এক কৃষকেও এ আইনে টার্গেট করা হয়েছে। বিচার বিহীনভাবে ১০ মাস কারাগারে নির্যাতনের পর হার্ট অ্যাটাকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। অথচ, মুশতাকের এক মিনিটও জেল খাটার কথা ছিল না বলে মনে করে অ্যামনেস্টি।
এ আইন প্রসঙ্গে বলা হয়, অনলাইনে একটি মন্তব্যের কারণেও যে কোনো স্থানে অভিযান, ইলেকট্রনিক ডিভাইস জব্দ এবং ওয়ারেন্ট ছাড়াই আটকের মতো নির্বিচার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ভিন্নমত দমনের জন্য এ আইন ব্যবহৃত হয়ে আসছে; সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অনলাইনে ভুয়া, আক্রমণাত্মক, অবমাননাকর ও মানহানিকর বক্তব্য ছড়িয়েছেন এমন অজুহাতে এ আইনের মাধ্যমে কর্তৃপক্ষ মূলত সমালোচনাকারীদের বিচারের মুখোমুখি করছেন। যা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) নির্ধারিত মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।
গতকালের ব্রিফিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো কিছুর প্রতিবাদ করা বা ভিন্নমত পোষণ করাটা বিপজ্জনক হয়ে উঠেছে। এ বিধিনিষেধ বাংলাদেশের সর্বস্তরে ভয়ের বার্তা ছড়িয়েছে, স্বাধীন মিডিয়া ও সুশীল সমাজকে সংকুচিত করেছে। এ ধরনের আইনকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০১৮ সালের মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ চলাকালীন জাতিসংঘের দেওয়া নির্দেশনা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন হাম্মাদি।
এমন পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শুধুমাত্র মতপ্রকাশের অধিকার চর্চার কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বন্দী করেছে তাদের অবশ্যই মুক্তি দেওয়ার দাবিও জানায় সংস্থাটি।

বাংলাদেশে অনলাইনে ‘মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ’ অবশ্যই বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডিজিটাল নিরাপত্তা আইন, এই মামলায় ১০ ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হওয়া, নির্বিচারে আটকে রাখা এবং নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটির এক ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।
‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামে ২৫ জুলাই ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় বাংলাদেশে অন্তত ৪৩৩ জন কারাগারে রয়েছেন। সাংবাদিক, কার্টুনিস্ট, গায়ক, অ্যাকটিভিস্ট, উদ্যোক্তা, শিক্ষার্থী এমনকি লেখাপড়া না জানা এক কৃষকেও এ আইনে টার্গেট করা হয়েছে। বিচার বিহীনভাবে ১০ মাস কারাগারে নির্যাতনের পর হার্ট অ্যাটাকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। অথচ, মুশতাকের এক মিনিটও জেল খাটার কথা ছিল না বলে মনে করে অ্যামনেস্টি।
এ আইন প্রসঙ্গে বলা হয়, অনলাইনে একটি মন্তব্যের কারণেও যে কোনো স্থানে অভিযান, ইলেকট্রনিক ডিভাইস জব্দ এবং ওয়ারেন্ট ছাড়াই আটকের মতো নির্বিচার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ভিন্নমত দমনের জন্য এ আইন ব্যবহৃত হয়ে আসছে; সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অনলাইনে ভুয়া, আক্রমণাত্মক, অবমাননাকর ও মানহানিকর বক্তব্য ছড়িয়েছেন এমন অজুহাতে এ আইনের মাধ্যমে কর্তৃপক্ষ মূলত সমালোচনাকারীদের বিচারের মুখোমুখি করছেন। যা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) নির্ধারিত মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।
গতকালের ব্রিফিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো কিছুর প্রতিবাদ করা বা ভিন্নমত পোষণ করাটা বিপজ্জনক হয়ে উঠেছে। এ বিধিনিষেধ বাংলাদেশের সর্বস্তরে ভয়ের বার্তা ছড়িয়েছে, স্বাধীন মিডিয়া ও সুশীল সমাজকে সংকুচিত করেছে। এ ধরনের আইনকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০১৮ সালের মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ চলাকালীন জাতিসংঘের দেওয়া নির্দেশনা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন হাম্মাদি।
এমন পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শুধুমাত্র মতপ্রকাশের অধিকার চর্চার কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বন্দী করেছে তাদের অবশ্যই মুক্তি দেওয়ার দাবিও জানায় সংস্থাটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
যমুনা নদীর ওপর বর্তমানে চার লেনের একটি বড় সেতু চালু রয়েছে, যা দেশের উত্তর-দক্ষিণ সংযোগের প্রধান করিডর। এ ছাড়া রেল যোগাযোগের জন্য নতুন করে নির্মিত হয়েছে আলাদা রেলসেতু। এর পরও ক্রমবর্ধমান যানবাহনের চাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের বিবেচনায় এবার নদীটিতে আরেকটি সড়কসেতু নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ...
১২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো।
১২ ঘণ্টা আগে