নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আজ বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠবারের মতো শুরু হওয়া বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে আমরা নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি মনে করেন প্রকাশ করবেন, তাহলে সেটা করবেন, না হলে নয়। আজকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ তারিখ আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।
জানা গেছে, আগামী ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতি কাছে নাম জমা দেওয়া হবে।
গতকাল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়।
এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।
ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।
ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আজ বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠবারের মতো শুরু হওয়া বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে আমরা নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি মনে করেন প্রকাশ করবেন, তাহলে সেটা করবেন, না হলে নয়। আজকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ তারিখ আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।
জানা গেছে, আগামী ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতি কাছে নাম জমা দেওয়া হবে।
গতকাল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়।
এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।
ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।
ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া পর পোস্টাল ব্যালটে ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি বা ভিডিও শেয়ার করলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ইসি।
৩৮ মিনিট আগে
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
৫ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১৫ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১৫ ঘণ্টা আগে