সাভার (ঢাকা) প্রতিনিধি

গণতন্ত্রের কথা বলে অন্যরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন কখনোই এমন করে না।’ আজ বুধবার দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বন্ধুত্বপূর্ণ হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘কিছু মানুষ বলে তাঁরা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি যত্নশীল। তারাই আবার বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না কখনই এমন করেনা। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে।’
এসব টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাওয়ার কারণে চীনা দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে। চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চীনা মুদ্রা (৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। আজ তার শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।
এর আগে বিক্সস সম্মেলনে চায়না রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেঙ্গু প্রতিরোধী কীট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটা কি সাধারণ মানুষ বিনা মূল্যে পাবে কি না জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, ‘বেসরকারি খাতে আসা অনুদান সরকারের নীতি অনুযায়ী আমরা ব্যবহার করব। সেটা জেনে নিতে হবে। এটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি চার্জ নেওয়া হবে সে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।
‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, উনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। উনি জানেন এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকে দিয়েই তাঁরা শুরু করেছেন।’
এ সময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের কথা বলে অন্যরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন কখনোই এমন করে না।’ আজ বুধবার দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বন্ধুত্বপূর্ণ হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘কিছু মানুষ বলে তাঁরা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি যত্নশীল। তারাই আবার বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না কখনই এমন করেনা। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে।’
এসব টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাওয়ার কারণে চীনা দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে। চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চীনা মুদ্রা (৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। আজ তার শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।
এর আগে বিক্সস সম্মেলনে চায়না রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেঙ্গু প্রতিরোধী কীট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটা কি সাধারণ মানুষ বিনা মূল্যে পাবে কি না জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, ‘বেসরকারি খাতে আসা অনুদান সরকারের নীতি অনুযায়ী আমরা ব্যবহার করব। সেটা জেনে নিতে হবে। এটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি চার্জ নেওয়া হবে সে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।
‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, উনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। উনি জানেন এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকে দিয়েই তাঁরা শুরু করেছেন।’
এ সময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৩ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৭ ঘণ্টা আগে