পাহাড়ে উৎসব
ফিচার ডেস্ক

আষাঢ় শুরু না হলেও বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঈদুল আজহার টানা ছুটি। এই দুইয়ের মিশ্রণে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ের রানি বান্দরবানে। সবুজ পাহাড়, মেঘে মোড়ানো চূড়া, ছুটে চলা ঝরনা আর শান্ত নদীর টানে হাজারো পর্যটকের ভিড় জমেছে এই জেলায়।
সম্প্রতি প্রায় ৩৩ মাস পর ৫ জুন স্থানীয় প্রশাসন রুমা উপজেলার বগা লেক, থানচি উপজেলার তামাতুঙ্গীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটন স্পট ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পাহাড়ি পথ পেরিয়ে তাঁরা পৌঁছাচ্ছেন দুর্গম মনোমুগ্ধকর এই জায়গাগুলোতে।
তবে নিরাপদ ভ্রমণের জন্য প্রশাসন তিনটি
শর্ত জুড়ে দিয়েছে। সেগুলো হলো—
ঈদের তৃতীয় দিন বান্দরবানের থানচিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। পর্যটক পথপ্রদর্শক মো. মামুনুর রশিদ জানিয়েছেন, শনিবার ঈদের দুই দিন পর্যটক খুবই কম ছিল, কিন্তু তৃতীয় দিনে প্রায় ১ হাজার ২০০ পর্যটক থানচিতে প্রবেশ করেছেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। ট্যুরিস্ট গাইডদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। এ ছাড়া সব পর্যটকের মোবাইল নম্বর ও ঠিকানা আমাদের হাতে আছে। থানা-পুলিশের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’

বান্দরবানের উল্লেখযোগ্য স্পট মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, দেবতাখুম, নাফাখুম, রেমাক্রী ও তামাতুঙ্গীতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চাঁদের গাড়ি করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ভ্রমণ করছেন অনেকে। কেউবা ব্যস্ত ঝরনায় গা ভেজাতে, আবার কেউ ছুটে যাচ্ছেন পাহাড়ি পল্লির সংস্কৃতির স্বাদ নিতে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুধু বান্দরবান সদর নয়, রুমা, থানচি, লামা ও আলীকদমেও গড়ে উঠেছে নতুন নতুন রিসোর্ট। ঈদের ছুটিতে এসব জায়গায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে আবহাওয়ার কিছুটা বৈরী আচরণে মাঝে মাঝে ভ্রমণে বিঘ্ন ঘটেছে বলে জানান তাঁরা।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হলে রুমা ও থানচি উপজেলায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এতে খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

আষাঢ় শুরু না হলেও বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঈদুল আজহার টানা ছুটি। এই দুইয়ের মিশ্রণে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ের রানি বান্দরবানে। সবুজ পাহাড়, মেঘে মোড়ানো চূড়া, ছুটে চলা ঝরনা আর শান্ত নদীর টানে হাজারো পর্যটকের ভিড় জমেছে এই জেলায়।
সম্প্রতি প্রায় ৩৩ মাস পর ৫ জুন স্থানীয় প্রশাসন রুমা উপজেলার বগা লেক, থানচি উপজেলার তামাতুঙ্গীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটন স্পট ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পাহাড়ি পথ পেরিয়ে তাঁরা পৌঁছাচ্ছেন দুর্গম মনোমুগ্ধকর এই জায়গাগুলোতে।
তবে নিরাপদ ভ্রমণের জন্য প্রশাসন তিনটি
শর্ত জুড়ে দিয়েছে। সেগুলো হলো—
ঈদের তৃতীয় দিন বান্দরবানের থানচিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। পর্যটক পথপ্রদর্শক মো. মামুনুর রশিদ জানিয়েছেন, শনিবার ঈদের দুই দিন পর্যটক খুবই কম ছিল, কিন্তু তৃতীয় দিনে প্রায় ১ হাজার ২০০ পর্যটক থানচিতে প্রবেশ করেছেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। ট্যুরিস্ট গাইডদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। এ ছাড়া সব পর্যটকের মোবাইল নম্বর ও ঠিকানা আমাদের হাতে আছে। থানা-পুলিশের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’

বান্দরবানের উল্লেখযোগ্য স্পট মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, দেবতাখুম, নাফাখুম, রেমাক্রী ও তামাতুঙ্গীতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চাঁদের গাড়ি করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ভ্রমণ করছেন অনেকে। কেউবা ব্যস্ত ঝরনায় গা ভেজাতে, আবার কেউ ছুটে যাচ্ছেন পাহাড়ি পল্লির সংস্কৃতির স্বাদ নিতে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুধু বান্দরবান সদর নয়, রুমা, থানচি, লামা ও আলীকদমেও গড়ে উঠেছে নতুন নতুন রিসোর্ট। ঈদের ছুটিতে এসব জায়গায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে আবহাওয়ার কিছুটা বৈরী আচরণে মাঝে মাঝে ভ্রমণে বিঘ্ন ঘটেছে বলে জানান তাঁরা।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হলে রুমা ও থানচি উপজেলায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এতে খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
১৪ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
১৫ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
১৫ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১৮ ঘণ্টা আগে