প্রযুক্তি ডেস্ক

অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।

অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।

আজ আপনার শরীরে প্রচুর এনার্জি থাকবে, কিন্তু সেই এনার্জি অফিসের কাজে না লাগিয়ে বিরিয়ানির দোকান খুঁজতে বেশি খরচ করবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে, তবে চোর থেকে সাবধান! বিশেষ করে অফিসের কলম বা সহকর্মীর টিফিন চুরির অপবাদ যেন আপনার ঘাড়ে না আসে।
২ ঘণ্টা আগে
কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড়, নীল আকাশের নিচে স্থির জলরাশি আর দূরে মেঘের আনাগোনা! এই মনোমুগ্ধকর দৃশ্যের টানে প্রতি শীতে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিয়াসিরা ছুটে যান পাহাড়ের কোলে, খুঁজে নেন প্রশান্তি আর মুগ্ধতার ঠিকানা। এই প্রশান্তির খোঁজে আমাদেরও যাত্রা এবার পাহাড়ে।
২ ঘণ্টা আগে
লাক্সারি ভ্রমণে তো বটেই, নারীরা এখন একা একা ঘুরে বেড়াচ্ছেন কঠিন কঠিন সব পাহাড়ি ট্রেক। ঘুরে বেড়াচ্ছেন দিগন্তবিস্তৃত মরুভূমি কিংবা শ্বাপদসংকুল বন। অবলীলায় উঠে পড়ছেন বিভিন্ন পাহাড়ের চূড়ায়, ডুব দিচ্ছেন সাগরতলে। মোটকথা, নারীরা এখন রোমাঞ্চকর ইভেন্টে অ্যাড্রেনালিন রাশ উপভোগ করছেন দারুণভাবে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে ভ্রমণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে এ বছর যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে মধ্যপ্রাচ্যের প্রথম বিলাসবহুল পর্যটন ট্রেন। এই বিশেষ ট্রেনের মাধ্যমে সৌদি আরব শুধু নতুন পরিবহনব্যবস্থা নয়, বিলাসবহুল ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার...
৪ ঘণ্টা আগে