প্রযুক্তি ডেস্ক

ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এদিকে গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এদিকে গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
২ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের অবস্থা বেশ চনমনে। মনে হবে এভারেস্টে চড়ে একখানা সেলফি তুলে আসি! কিন্তু বাস্তবে দোতলার সিঁড়ি দিয়ে ওঠার সময় চারবার জিরিয়ে নিতে হতে পারে। অফিসে আপনার এনার্জি দেখে কলিগরা ভাববে আপনি হয়তো কোনো এনার্জি ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
২ ঘণ্টা আগে
এই নারীরা আমাদের চেনা। বহুবার তাঁদের ছবি দেখেছেন, তাঁদের কাজ দেখেছেন বা শুনেছেন। সোজা কথা, তাঁরা আমাদের অনেক চেনা। তাঁদের লাইফস্টাইল থেকে শুরু করে পোষা প্রাণীর নামও অনেকের জানা। কিন্তু ঝলমলে আলোর দুনিয়ার সফল এই নারীদের সম্পদের কথা জানেন কি? সেটা অনেকের অজানা। তাঁদের সম্পদের কথা শুনলে অনেকের চোখ...
৪ ঘণ্টা আগে
মার্কিন কর্তৃপক্ষ বলছে, অভিবাসন আইন মানা নিশ্চিত করতেই এই ভিসা বন্ড চালু করা হয়েছে। তবে বাংলাদেশি ভ্রমণকারীদের বড় একটি অংশের মতে, এই নীতির ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে, যা অনেকের জন্য আমেরিকা যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।
১৫ ঘণ্টা আগে