প্রযুক্তি ডেস্ক, ঢাকা

সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল

সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
৯ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৬ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে