ফিচার ডেস্ক, ঢাকা

দেখে মনে হবে, খুব বেশি হলে বয়স তাঁর ত্রিশের কোঠায়। মানে, এখনো ৩০ পূর্ণ হয়নি। কিন্তু বাস্তবে তিনি ৪১!
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের কথা বলছি। যাঁরা বলেন, ভেতো বাঙালি চল্লিশের পর খানিক মুটিয়ে যাবে না, তা কি হয়? হয়। নিশ্চয়ই হয়। মনামীর ফেসবুক পেজ একবার ঘেঁটে দেখুন। বয়সের পারদ ওপরের দিকে উঠতে থাকায় যাঁরা নিজেদের লুক নিয়ে আশাহত, তাঁরা আবার জোশ পাবেন।
ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। পাশাপাশি কীভাবে পোশাক পরলে আরও লাস্য়ময়ী দেখাবে, তা-ও তাঁর ভাবনায় থাকে। জেনে নিন, চল্লিশের পরও মনামী ঘোষের মতো ফিট দেখাবে কোন কোন উপায় মেনে চললে—
টাইটফিট পোশাক

যদিও এখন ওভারসাইজ পোশাকের রমরমা চলছে ফ্যাশন হাউসগুলোতে। পাশাপাশি বডি শেমিংয়ের কারণে বয়স একটু বাড়লেই নারীরা ঢিলেঢালা পোশাকে ওয়ারড্রোব পূর্ণ করতে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই; বরং একটু শরীরচর্চা করে যদি কোমরের মাপটা বাগে এনে সঠিক মাপের পোশাক পরা যায়, তাহলে লুকটা তারুণ্যদীপ্ত হয়ে উঠবে। ফিট দেখাতে চাইলে বডিকন, ফিটিং মিডি ড্রেস, ফিটিং শার্ট, মারমেইড টেইল স্কার্ট বা গাউন, চিকন পাড়ের শিফন বা সিল্কের শাড়ি, ব্যাকলেস, ডিপকাট ব্লাউজও কিন্তু দারুণ জমিয়ে দেবে।
ন্যুড মেকআপই যথেষ্ট

ন্যুড শেডের লিপস্টিক, আইশ্যাডো ও ব্লাশন সংগ্রহে রাখুন। জমকালো ভাব আনতে ফোকাস করুন চোখের মেকআপে। পুরু কাজল আর ন্যুড লিপস্টিক কিন্তু অন্য রকম আবেদন ফুটিয়ে তুলবে চোখেমুখে। গয়নাও ভারিক্কি হওয়ার প্রয়োজন নেই। স্বচ্ছন্দ বোধ করেন এমন কানের ছোট দুল, লকেটওয়ালা চেইন আর আংটিই যথেষ্ট।
বয়স ৪০-এর কোঠা পেরোলেই কি হালকা রং পরতে হবে

অনেকে ভাবেন, হালকা রঙের পোশাক বোধ হয় বেশি বয়সে উপযোগী। তবে অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিয়ে চেহারা নিষ্প্রাণ দেখাতে পারে। চেষ্টা করুন এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরতে। একটু ফ্যাটি হলে কালো বা গাঢ় রঙের একরঙা পোশাক পরতেই পারেন। আভিজাত্য় তো ফুটে উঠবেই; নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগবে।
হাই হিলে ভয় কী
বয়স চল্লিশ মানেই যে হিল জুতাগুলো বাক্সবন্দী করতে হবে, তা কিন্তু নয়। আত্মবিশ্বাসের সঙ্গে হাইহিল পরে ফেলুন। তবে কখন, কোথায়, কীভাবে পরছেন, সেটা বুঝে পরলেই হলো। জানেনই তো, হাই হিল গ্ল্যামারাস লুক আনতে অনবদ্য।
ছবি: ফেসবুক

দেখে মনে হবে, খুব বেশি হলে বয়স তাঁর ত্রিশের কোঠায়। মানে, এখনো ৩০ পূর্ণ হয়নি। কিন্তু বাস্তবে তিনি ৪১!
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের কথা বলছি। যাঁরা বলেন, ভেতো বাঙালি চল্লিশের পর খানিক মুটিয়ে যাবে না, তা কি হয়? হয়। নিশ্চয়ই হয়। মনামীর ফেসবুক পেজ একবার ঘেঁটে দেখুন। বয়সের পারদ ওপরের দিকে উঠতে থাকায় যাঁরা নিজেদের লুক নিয়ে আশাহত, তাঁরা আবার জোশ পাবেন।
ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। পাশাপাশি কীভাবে পোশাক পরলে আরও লাস্য়ময়ী দেখাবে, তা-ও তাঁর ভাবনায় থাকে। জেনে নিন, চল্লিশের পরও মনামী ঘোষের মতো ফিট দেখাবে কোন কোন উপায় মেনে চললে—
টাইটফিট পোশাক

যদিও এখন ওভারসাইজ পোশাকের রমরমা চলছে ফ্যাশন হাউসগুলোতে। পাশাপাশি বডি শেমিংয়ের কারণে বয়স একটু বাড়লেই নারীরা ঢিলেঢালা পোশাকে ওয়ারড্রোব পূর্ণ করতে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই; বরং একটু শরীরচর্চা করে যদি কোমরের মাপটা বাগে এনে সঠিক মাপের পোশাক পরা যায়, তাহলে লুকটা তারুণ্যদীপ্ত হয়ে উঠবে। ফিট দেখাতে চাইলে বডিকন, ফিটিং মিডি ড্রেস, ফিটিং শার্ট, মারমেইড টেইল স্কার্ট বা গাউন, চিকন পাড়ের শিফন বা সিল্কের শাড়ি, ব্যাকলেস, ডিপকাট ব্লাউজও কিন্তু দারুণ জমিয়ে দেবে।
ন্যুড মেকআপই যথেষ্ট

ন্যুড শেডের লিপস্টিক, আইশ্যাডো ও ব্লাশন সংগ্রহে রাখুন। জমকালো ভাব আনতে ফোকাস করুন চোখের মেকআপে। পুরু কাজল আর ন্যুড লিপস্টিক কিন্তু অন্য রকম আবেদন ফুটিয়ে তুলবে চোখেমুখে। গয়নাও ভারিক্কি হওয়ার প্রয়োজন নেই। স্বচ্ছন্দ বোধ করেন এমন কানের ছোট দুল, লকেটওয়ালা চেইন আর আংটিই যথেষ্ট।
বয়স ৪০-এর কোঠা পেরোলেই কি হালকা রং পরতে হবে

অনেকে ভাবেন, হালকা রঙের পোশাক বোধ হয় বেশি বয়সে উপযোগী। তবে অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিয়ে চেহারা নিষ্প্রাণ দেখাতে পারে। চেষ্টা করুন এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরতে। একটু ফ্যাটি হলে কালো বা গাঢ় রঙের একরঙা পোশাক পরতেই পারেন। আভিজাত্য় তো ফুটে উঠবেই; নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগবে।
হাই হিলে ভয় কী
বয়স চল্লিশ মানেই যে হিল জুতাগুলো বাক্সবন্দী করতে হবে, তা কিন্তু নয়। আত্মবিশ্বাসের সঙ্গে হাইহিল পরে ফেলুন। তবে কখন, কোথায়, কীভাবে পরছেন, সেটা বুঝে পরলেই হলো। জানেনই তো, হাই হিল গ্ল্যামারাস লুক আনতে অনবদ্য।
ছবি: ফেসবুক

যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
২ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের অবস্থা বেশ চনমনে। মনে হবে এভারেস্টে চড়ে একখানা সেলফি তুলে আসি! কিন্তু বাস্তবে দোতলার সিঁড়ি দিয়ে ওঠার সময় চারবার জিরিয়ে নিতে হতে পারে। অফিসে আপনার এনার্জি দেখে কলিগরা ভাববে আপনি হয়তো কোনো এনার্জি ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
৩ ঘণ্টা আগে
এই নারীরা আমাদের চেনা। বহুবার তাঁদের ছবি দেখেছেন, তাঁদের কাজ দেখেছেন বা শুনেছেন। সোজা কথা, তাঁরা আমাদের অনেক চেনা। তাঁদের লাইফস্টাইল থেকে শুরু করে পোষা প্রাণীর নামও অনেকের জানা। কিন্তু ঝলমলে আলোর দুনিয়ার সফল এই নারীদের সম্পদের কথা জানেন কি? সেটা অনেকের অজানা। তাঁদের সম্পদের কথা শুনলে অনেকের চোখ...
৪ ঘণ্টা আগে
মার্কিন কর্তৃপক্ষ বলছে, অভিবাসন আইন মানা নিশ্চিত করতেই এই ভিসা বন্ড চালু করা হয়েছে। তবে বাংলাদেশি ভ্রমণকারীদের বড় একটি অংশের মতে, এই নীতির ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে, যা অনেকের জন্য আমেরিকা যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।
১৫ ঘণ্টা আগে