মুহাম্মদ শফিকুর রহমান

ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।

সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।

ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।

ফুলের নাম পিটুনিয়া, ডায়ান্থাস, সালভিয়া, গ্যাজেনিয়া, ভারবেনা, গাঁদা, এস্টার, প্যানজি, ইমপেশন, চন্দ্রমল্লিকা, স্টক এন্টিরিনাম। শীতেই এদের রূপ দেখা যায়। কিন্তু এ জন্য চাই ফুল গাছের যত্নআত্তি।
পিটুনিয়া
মাল্টিকালার ফুল পিটুনিয়া ঝুলন্ত টবে মুগ্ধতা ছড়ায়। এর জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই একটু বড় টবে এই গাছ রোপণ করতে হবে। পিটুনিয়ার টবের মাটি শুকিয়ে নিতে হয়। তারপর মাটির সঙ্গে গোবর কিংবা নিম খোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে চারা রোপণ করতে হবে। এর গোড়ার মাটিতে পানি জমতে দেওয়া যাবে না। অসময়ে কুঁড়ি এলে ছেঁটে ফেলতে হবে। তা হলেই শীতে দেখা পাওয়া যাবে গাছভর্তি রঙিন পিটুনিয়ার।
ডায়ান্থাস
একটু বড় চারা কিনে এনে চার দিন রেখে দিতে হবে। তারপর যেকোনো আকারের টবে ডায়ান্থাস গাছ লাগানো যাবে। পানি যেন কম বা বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর ১৫ দিন পর, সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। এর বদলে ডিএপি সার দেওয়া যেতে পারে। সূর্যের আলোয় এ গাছ ভালো হয়। সাধারণত এ গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। ছোট অবস্থায় কুঁড়ি দেখা গেলে, তা কেটে দিলে গাছ ঝোপালো হয়ে উঠবে। ১৫ দিন পরপর ১০-২৬-২৬ অথবা ১৯-১৯-১৯ সার দিতে হবে ফুল আসার পর থেকে। ফুল ফুটে শুকিয়ে গেলে ডাঁটাসহ কেটে ফেলে দিতে হবে।

সালভিয়া
এ গাছের ডালের ডগা থেকে বের হওয়া স্টিকে ফুল ফোটে। পাঁচ রঙের ফুল পাওয়া যায়। বাগানের ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ বালু এবং ২৫ শতাংশ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। ৮ ইঞ্চি টবে এই গাছ ভালো হয়। চারা লাগানোর ১০ দিন পর থেকে সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। সূর্যের আলোয় এ গাছ রাখতে হবে। গাছের পাতায় নিয়মিত টাফগর ও নিম কীটনাশক স্প্রে করলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। ফুল ফোটা শুরু করলে ১৫ দিন পরপর এনপিকে ১০-২৬-২৬ সার দিতে হবে।

ভারবেনা
সব ধরনের টবে এর চারা লাগানো যায়। এই গাছ নিয়মিত পিঞ্চিং করতে হয়। পাউডারি মিলডিউ রোগে ভারবেনা আক্রান্ত হতে পারে। এ জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বিটারটেনল ব্যবহারের পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ছত্রাকনাশক স্প্রে করা উত্তম।
এস্টার
বেগুনি ছাড়া আরও চার রঙের হয় এই ফুল। টব নির্বাচনের বেলায় ৪, ৬ ও ৮ ইঞ্চি বেছে নেওয়া যেতে পারে। ১০ ইঞ্চি টব হলে দুটি গাছ বসানো যায়। দুই ভাগ বাগানের মাটি, এক ভাগ বালু, এক ভাগ কেঁচো সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। গাছ একটু বড় হলে রোদে রাখতে হবে। গাছ লাগানোর ১৫ দিন পর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। কুঁড়ি দেখা গেলে ১৫ দিন পরপর এনপিকে ১৯-১৯-১৯ এক গ্রাম এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। এ গাছ লম্বা হয়। তাই লাঠি বেঁধে দিতে হবে। এস্টার গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হতে পারে। এ জন্য এক লিটার পানিতে দুই মিলিলিটার টাফগর মিশিয়ে স্প্রে করতে হবে।

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১২ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৪ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৫ ঘণ্টা আগে