ক্যাম্পাস ডেস্ক

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগান ধারণ করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ এবং মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে নতুন অ্যাম্বাসেডরদের বরণ এবং মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন নবীন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় এইউবি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক লুৎফর হাসান, মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন এবং আজকের পত্রিকার সহসম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
এইউবির উপাচার্য ড. শাহজাহান খান ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করবে। অনলাইনের এ যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি, তোমরা হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল।’
বিশেষ অতিথিরা এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ও সঠিক গাইডলাইন দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর এবং এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগান ধারণ করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ এবং মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে নতুন অ্যাম্বাসেডরদের বরণ এবং মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন নবীন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় এইউবি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক লুৎফর হাসান, মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন এবং আজকের পত্রিকার সহসম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
এইউবির উপাচার্য ড. শাহজাহান খান ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করবে। অনলাইনের এ যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি, তোমরা হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল।’
বিশেষ অতিথিরা এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ও সঠিক গাইডলাইন দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর এবং এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।

সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১ ঘণ্টা আগে
২০২৬ সূর্যের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সালের সংখ্যাগুলো যোগ করলে তার যোগফল হয় ১০। আবার ১০ এর যোগফল হয় ১। অর্থাৎ ২০২৬ সালের সংখ্যাতাত্ত্বিক মান ১, জ্যোতিষশাস্ত্রে যা সূর্যের প্রতীক। ফলে এ বছরকে বলা হচ্ছে সূর্যের বছর। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নতুন সূচনার প্রতিনিধিত্ব করে। এর ফলে বছরটি...
৩ ঘণ্টা আগে
ফুলকপি দিয়ে তারকারি রান্না ছাড়াও বিকেলের স্ন্যাকস তৈরি করতে পারেন। কেবল ফুলকপির পাকোড়া নয়, বানিয়ে ফেলা যাবে কাটলেটও। আপনাদের জন্য ফুলকপি ও মাছের কাটলেটের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
৫ ঘণ্টা আগে
আপনি আজ এতটাই উদ্যমী যে মনে হবে একাই পুরো এভারেস্ট জয় করে ফেলবেন। বাড়ির যে আলমারিটা পাঁচ বছর ধরে পরিষ্কার করা হয়নি, আজ হঠাৎ সেটা নিয়ে পড়ে থাকবেন। কর্মক্ষেত্রে আপনার গতি দেখে সহকর্মীরা ভাববে কোনো এনার্জি ড্রিংক খেয়ে এসেছেন।
৬ ঘণ্টা আগে