রজত কান্তি রায়, ঢাকা

ঘরের মেঝেতে সপটি ফেলায়ে বিছায়ে নক্সী-কাঁথা, সেলাই করিতে বসিল যে সাজু একটু নোয়ায়ে মাথা।...নক্সী-কাঁথায় আঁকিল যে সাজু অনেক নক্সী-ফুল,...আঁকিল তাদের বিয়ের বাসর, আঁকিল রূপার বাড়ি, এমন সময় বাহিরে কে দেখে আসিতেছে তাড়াতাড়ি। [নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দীন]
জীবন ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কাঁথার ঐতিহ্য আমাদের এই জনপদে যে বহু প্রাচীন, তা বলার অপেক্ষা রাখে না। প্রায় সাড়ে চার শ বছর আগে কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত বইয়ে প্রথম কাঁথার কথা পাওয়া যায়। লহরি, সুজনি, লেপ-কাঁথা, রুমাল-কাঁথা, আসন-কাঁথা, বস্তানী বা গাত্রী ইত্যাদি বিভিন্ন রকমের নকশিকাঁথা আছে আমাদের। এই কাঁথাগুলো সেলাইয়ের জন্য বিভিন্ন নকশা রয়েছে। চাটাই সেলাই, কাইত্যা সেলাই, যশুরে সেলাই, রিফু সেলাই, কাশ্মীরি সেলাই, শর সেলাই, হেরিংবোন সেলাই, সাটিন সেলাই, ব্যাক সেলাই কিংবা ক্রস সেলাই ব্যবহার করে এ নকশাগুলো তোলা হয়।
সূর্য, চাঁদ, গাছ, পাখি, মাছ, লতা, ফল, ফুল, বরফিসহ বিভিন্ন জ্যামিতিক নকশা দেখা যায় নকশিকাঁথায়। বলা বাহুল্য, এখন আরও আধুনিক মোটিফ যুক্ত হয়েছে এতে। নকশায় নয়, নকশিকাঁথার গুরুত্ব মূলত এর সেলাইয়ের ধরনে। এর সেলাইকে বলা হয় ফোঁড়।
এই ফোঁড় দিয়েই তৈরি করা হয় বিভিন্ন মোটিফের নকশা। ঐতিহ্যবাহী এসব নকশা এখন আর শুধু কাঁথাতেই ব্যবহার করা হচ্ছে না; ফ্যাশন হাউসে পোশাকের নকশাকার কিংবা ডিজাইনাররা এখন সেগুলো ব্যবহার করে নতুন পোশাক বানাচ্ছেন। এসব পোশাকের বিশাল ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে দেশে।
এমনই একটি প্রতিষ্ঠান ‘অবনি’। গার্হস্থ্য অর্থনীতি কলেজে লেখাপড়ার সুবাদে পোশাকের নকশা করার প্রতি আগ্রহ ছিল
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজিয়া বিনতে হারুনের। করোনাকালে চাকরিতে সমস্যা হলে নিজেই উদ্যোগ নেন পোশাক তৈরির। শুরু হয় অবনির যাত্রা, ২০২০ সালে। শোরুম উদ্বোধন করা হয় ২০২৩ সালে।
মূলত জামদানি দিয়ে ফিউশনধর্মী পোশাক তৈরি করতে গিয়ে দেশীয় শিল্পের মোটিফের প্রেমে পড়ে যান নাজিয়া।
ফলে তিনি খোঁজা শুরু করেন, আর কোন ঐতিহ্যবাহী শিল্পকে পোশাকের মোটিফ হিসেবে কাজে লাগানো যেতে পারে। এ পর্যায়ে তিনি নকশিকাঁথার মোটিফ এবং এর উজ্জ্বল রঙে আকৃষ্ট হন। যোগাযোগ করেন জামালপুরের নকশিকাঁথা তৈরি করা নারীদের সঙ্গে। এরপর যশোরে। মোটিফ নিয়ে ব্যাপক গবেষণা আর খোঁজখবর নেওয়া শুরু করেন।
সুতি কাপড়ের কোটি বা জ্যাকেট, শ্রাগ, কো-অর্ডস ইত্যাদি ফিউশন পোশাক তৈরি করে অবনি। মোটিফ সংগ্রহ করে সেখান থেকে বেছে বেছে পোশাকে ব্যবহার করেন নাজিয়া। নকশিকাঁথায় বিভিন্ন প্রাণীর মোটিফ থাকলেও সেগুলো ব্যবহার করা হয় না। পোশাকের জন্য ব্যবহার করা হয় ফুল, লতা, বিমূর্ত সূর্য, বরফিসহ বিভিন্ন জ্যামিতিক নকশা। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে কিংবা বিপরীত রঙের সুতা ব্যবহার করা হয়।
নাজিয়া জানান, দেশের উল্লেখযোগ্যসংখ্যক তরুণ-তরুণী পছন্দ করেছেন তাঁর কাঁথা মোটিফের কাজ। এর প্রমাণ পাওয়া যায় ফেসবুক পেজ
কিংবা শোরুম থেকে অবনির পোশাক কেনার প্রবণতা দেখে। এ ছাড়া দেশের বাইরে থেকেও অনেকে অনলাইনে অর্ডার করেন অবনির ফিউশন পোশাক। নাজিয়া জানালেন, শুধু দেশের মানুষেরাই নন; বিদেশি নারীরাও তাঁর কাঁথা মোটিফের পোশাকের ভক্ত; বিশেষ করে ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে যেসব পোশাক পরিধান করা যায়, সেগুলো বিদেশি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ফিউশনের মাহাত্ম্যই এখানে। শুধু পোশাকে নয়, বিভিন্ন আসবাবেও জামদানি মোটিফের সফল ব্যবহার দেখেছি আমরা। এখন দেখছি ওয়েস্টার্ন আউটফিটে নকশিকাঁথা মোটিফের ছোঁয়া।
নকশিকাঁথায় জয় হোক বিশ্ব।

ঘরের মেঝেতে সপটি ফেলায়ে বিছায়ে নক্সী-কাঁথা, সেলাই করিতে বসিল যে সাজু একটু নোয়ায়ে মাথা।...নক্সী-কাঁথায় আঁকিল যে সাজু অনেক নক্সী-ফুল,...আঁকিল তাদের বিয়ের বাসর, আঁকিল রূপার বাড়ি, এমন সময় বাহিরে কে দেখে আসিতেছে তাড়াতাড়ি। [নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দীন]
জীবন ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কাঁথার ঐতিহ্য আমাদের এই জনপদে যে বহু প্রাচীন, তা বলার অপেক্ষা রাখে না। প্রায় সাড়ে চার শ বছর আগে কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত বইয়ে প্রথম কাঁথার কথা পাওয়া যায়। লহরি, সুজনি, লেপ-কাঁথা, রুমাল-কাঁথা, আসন-কাঁথা, বস্তানী বা গাত্রী ইত্যাদি বিভিন্ন রকমের নকশিকাঁথা আছে আমাদের। এই কাঁথাগুলো সেলাইয়ের জন্য বিভিন্ন নকশা রয়েছে। চাটাই সেলাই, কাইত্যা সেলাই, যশুরে সেলাই, রিফু সেলাই, কাশ্মীরি সেলাই, শর সেলাই, হেরিংবোন সেলাই, সাটিন সেলাই, ব্যাক সেলাই কিংবা ক্রস সেলাই ব্যবহার করে এ নকশাগুলো তোলা হয়।
সূর্য, চাঁদ, গাছ, পাখি, মাছ, লতা, ফল, ফুল, বরফিসহ বিভিন্ন জ্যামিতিক নকশা দেখা যায় নকশিকাঁথায়। বলা বাহুল্য, এখন আরও আধুনিক মোটিফ যুক্ত হয়েছে এতে। নকশায় নয়, নকশিকাঁথার গুরুত্ব মূলত এর সেলাইয়ের ধরনে। এর সেলাইকে বলা হয় ফোঁড়।
এই ফোঁড় দিয়েই তৈরি করা হয় বিভিন্ন মোটিফের নকশা। ঐতিহ্যবাহী এসব নকশা এখন আর শুধু কাঁথাতেই ব্যবহার করা হচ্ছে না; ফ্যাশন হাউসে পোশাকের নকশাকার কিংবা ডিজাইনাররা এখন সেগুলো ব্যবহার করে নতুন পোশাক বানাচ্ছেন। এসব পোশাকের বিশাল ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে দেশে।
এমনই একটি প্রতিষ্ঠান ‘অবনি’। গার্হস্থ্য অর্থনীতি কলেজে লেখাপড়ার সুবাদে পোশাকের নকশা করার প্রতি আগ্রহ ছিল
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজিয়া বিনতে হারুনের। করোনাকালে চাকরিতে সমস্যা হলে নিজেই উদ্যোগ নেন পোশাক তৈরির। শুরু হয় অবনির যাত্রা, ২০২০ সালে। শোরুম উদ্বোধন করা হয় ২০২৩ সালে।
মূলত জামদানি দিয়ে ফিউশনধর্মী পোশাক তৈরি করতে গিয়ে দেশীয় শিল্পের মোটিফের প্রেমে পড়ে যান নাজিয়া।
ফলে তিনি খোঁজা শুরু করেন, আর কোন ঐতিহ্যবাহী শিল্পকে পোশাকের মোটিফ হিসেবে কাজে লাগানো যেতে পারে। এ পর্যায়ে তিনি নকশিকাঁথার মোটিফ এবং এর উজ্জ্বল রঙে আকৃষ্ট হন। যোগাযোগ করেন জামালপুরের নকশিকাঁথা তৈরি করা নারীদের সঙ্গে। এরপর যশোরে। মোটিফ নিয়ে ব্যাপক গবেষণা আর খোঁজখবর নেওয়া শুরু করেন।
সুতি কাপড়ের কোটি বা জ্যাকেট, শ্রাগ, কো-অর্ডস ইত্যাদি ফিউশন পোশাক তৈরি করে অবনি। মোটিফ সংগ্রহ করে সেখান থেকে বেছে বেছে পোশাকে ব্যবহার করেন নাজিয়া। নকশিকাঁথায় বিভিন্ন প্রাণীর মোটিফ থাকলেও সেগুলো ব্যবহার করা হয় না। পোশাকের জন্য ব্যবহার করা হয় ফুল, লতা, বিমূর্ত সূর্য, বরফিসহ বিভিন্ন জ্যামিতিক নকশা। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে কিংবা বিপরীত রঙের সুতা ব্যবহার করা হয়।
নাজিয়া জানান, দেশের উল্লেখযোগ্যসংখ্যক তরুণ-তরুণী পছন্দ করেছেন তাঁর কাঁথা মোটিফের কাজ। এর প্রমাণ পাওয়া যায় ফেসবুক পেজ
কিংবা শোরুম থেকে অবনির পোশাক কেনার প্রবণতা দেখে। এ ছাড়া দেশের বাইরে থেকেও অনেকে অনলাইনে অর্ডার করেন অবনির ফিউশন পোশাক। নাজিয়া জানালেন, শুধু দেশের মানুষেরাই নন; বিদেশি নারীরাও তাঁর কাঁথা মোটিফের পোশাকের ভক্ত; বিশেষ করে ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে যেসব পোশাক পরিধান করা যায়, সেগুলো বিদেশি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ফিউশনের মাহাত্ম্যই এখানে। শুধু পোশাকে নয়, বিভিন্ন আসবাবেও জামদানি মোটিফের সফল ব্যবহার দেখেছি আমরা। এখন দেখছি ওয়েস্টার্ন আউটফিটে নকশিকাঁথা মোটিফের ছোঁয়া।
নকশিকাঁথায় জয় হোক বিশ্ব।

আজ আপনার কর্মজীবনে উন্নতির যোগ আছে, কিন্তু অফিসের ‘খিটমিটে’ বসের থেকে সাবধান! তিনি আজ আপনাকে দিয়ে অতিরিক্ত খাটিয়ে নিতে পারেন এবং ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করবেন। তাই বসকে দেখলেই খুব ব্যস্ত থাকার ভান করুন। আপনার সাহস আজ তুঙ্গে থাকবে, তবে সেই সাহস নিয়ে পাড়ার বড় ভাইয়ের সঙ্গে তর্কে জড়াবেন না।
২ ঘণ্টা আগে
চীনের একটি স্কুলে সকাল শুরু হয় পরিচিত এক দৃশ্য দিয়ে। স্কুল গেটের সামনে সাদা গ্লাভস আর ট্রাফিক জ্যাকেট পরা একজন মানুষ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন এবং শিশুদের রাস্তা পার হতে বলছেন। দূর থেকে দেখলে তাঁকে ট্রাফিক পুলিশ মনে হবে। খুব কম মানুষই জানেন, তিনি আসলে স্কুলটির উপপ্রধান শিক্ষক।
১৭ ঘণ্টা আগে
সকালবেলা উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখলেন, গ্যাস নেই! গ্যাসের দোকানে ফোন করলে মোবাইল ফোনের ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে, এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাঁদের লাইনের গ্যাস, তাঁদের চুলায় সারা দিন আগুন জ্বলছে টিমটিম করে। তাতে নেই তাপ।
১৮ ঘণ্টা আগে
অবসরের কথা ভাবলেই একধরনের নিশ্চিন্ত জীবনের ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রে এ চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে। সেখানে অনেক মানুষই অবসর নিতে ভয় পাচ্ছেন। কারণ তাঁদের আশঙ্কা, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো টাকাই ফুরিয়ে যাবে।
১৯ ঘণ্টা আগে