ফিচার ডেস্ক
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
সম্প্রতি বলিউডের দুই প্রজন্মের দুই অভিনেত্রী শাড়ির সঙ্গে এক বিশেষ ধরণের বেল্ট পরে চলে এসেছিলেন ক্যামেরার সামনে। এদের একজন কাজল অন্যজন শ্রদ্ধা কাপুর। এটি নতুন ট্রেন্ড হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন অনেকেই।
১১ ঘণ্টা আগেঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তদের মন ভেঙে ভারতীয় সঙ্গীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন...
১৭ ঘণ্টা আগে১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৪ দিন আগে