তানিয়া ফেরদৌস

খাচ্ছি, কিন্তু শরীরে তেমন ক্যালরি যোগ হচ্ছে না। অদ্ভুত ব্যাপারই বটে। গ্রহণকৃত খাদ্যের ক্যালরি কাজে লাগানো বা খরচ করার মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষা হয়। প্রতিটি খাবারে যেমন আছে নির্দিষ্ট পরিমাণ ক্যালরি, প্রতিটি কাজেও তেমনি ব্যয় হয় নির্দিষ্ট পরিমাণ ক্যালরি। উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও প্রকট হচ্ছে স্থূলতা সমস্যা। দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ডায়াবেটিসের মতো সব প্রাণঘাতী রোগ ঘরে ঘরে। পর্যাপ্ত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে খাদ্যগ্রহণের ক্ষেত্রে ক্যালরির হিসাব কষা এখন সময়ের দাবি। তবে চটজলদি চরমপন্থী কোনো ডায়েট চার্টের খপ্পরে না পড়ে সুষম খাদ্যের সমন্বয়ে দৈনন্দিন খাদ্যতালিকা তৈরি করা উচিত।
লেটুস
ওজন কমাতে যাঁরা ডায়েট করছেন, তাঁদের প্রিয় বন্ধু হতে পারে লেটুসপাতা। এক কাপ কুচি করা লেটুসে জাতভেদে মাত্র ৫-১০ ক্যালরি শক্তি থাকে। তাই সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস বা মাছের সঙ্গে লেবুর রস আর চিলি ফ্লেক্স দেওয়া এক বাটি লেটুসপ্রধান সালাদ ক্যালরির বোঝা বাড়াবে না। আমাদের দেশে এখন বহুল প্রচলিত পাতা লেটুসের পাশাপাশি বাঁধাকপি আকারের আইসবার্গ লেটুস আর চাইনিজ বাঁধাকপির মতো দেখতে রোমেইন লেটুসও পাওয়া যায়।
পাতাজাতীয় সবজি
লেটুস ছাড়াও কিন্তু অন্যান্য পাতাজাতীয় সবজি দিয়ে চমৎকার সালাদ হয়। আমাদের এখানে সহজলভ্য কাঁচা কচি পালং পাতার কুচি কাপপ্রতি মাত্র ৭ ক্যালরি যোগ করে শরীরে। এ ছাড়া সরিষাশাক, লাউপাতা, থানকুনি পাতা কুচির এক কাপে আছে প্রায় ১০ ক্যালরি, এক কাপ ধনেপাতার কুচিতে আছে ৫ ক্যালরি। তবে খেয়াল করতে হবে, এই পাতাগুলোর ক্যালরির হিসাব এখানে কাঁচা অবস্থায় দেওয়া আছে, সেদ্ধ নয়।
শসা
কেউ ডায়েট করছে শুনলেই চোখে ভাসে এক বাটি শসার ছবি। খোসাসহ এক কাপ টুকরো করা শসায় আছে ১৬ ক্যালরি। তবে লবণ না ছিটিয়ে শসায় লেবুর রস বা অল্প সিরকা দিয়ে খাওয়া ভালো।
মুলা
কাঁচা খাওয়া যায় এমন সবজির মধ্যে মুলা অন্যতম। এক কাপ কুচিয়ে বা কুরিয়ে নেওয়া মুলায় আছে মাত্র ১৮ ক্যালরি।
চা-কফি
চা বা কফিতে সে অর্থে কোনো ক্যালরি নেই। চিনি ছাড়া গ্রিন টি পান করলে শরীরে কোনোই ক্যালরি যোগ হয় না। লাল চা বা কালো কফিতেও বলার মতো ক্যালরি নেই। এই পানীয়গুলোর উপকার পেতে দুধ-চিনি ছাড়া পান করুন।
চা-কফি ছাড়া, ওপরের খাবারগুলো সবই কাঁচা অবস্থায় খাওয়ার ক্ষেত্রে ক্যালরি হিসাব করা হয়েছে। কাঁচা অবস্থায় খেলে এই খাবারগুলো হজম করতে আমাদের দেহের শক্তি খরচ হয়।
অনেক সময় একটি খাবার হজমে যে পরিমাণ শক্তি কাজে লাগে, সে পরিমাণ ক্যালরি সে বিশেষ খাবারে থাকে না। তখন সেই খাবার হজম করতে দেহ থেকে বা অন্য খাবার থেকে ক্যালরি খরচ করতে হয়।

খাচ্ছি, কিন্তু শরীরে তেমন ক্যালরি যোগ হচ্ছে না। অদ্ভুত ব্যাপারই বটে। গ্রহণকৃত খাদ্যের ক্যালরি কাজে লাগানো বা খরচ করার মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষা হয়। প্রতিটি খাবারে যেমন আছে নির্দিষ্ট পরিমাণ ক্যালরি, প্রতিটি কাজেও তেমনি ব্যয় হয় নির্দিষ্ট পরিমাণ ক্যালরি। উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও প্রকট হচ্ছে স্থূলতা সমস্যা। দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ডায়াবেটিসের মতো সব প্রাণঘাতী রোগ ঘরে ঘরে। পর্যাপ্ত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে খাদ্যগ্রহণের ক্ষেত্রে ক্যালরির হিসাব কষা এখন সময়ের দাবি। তবে চটজলদি চরমপন্থী কোনো ডায়েট চার্টের খপ্পরে না পড়ে সুষম খাদ্যের সমন্বয়ে দৈনন্দিন খাদ্যতালিকা তৈরি করা উচিত।
লেটুস
ওজন কমাতে যাঁরা ডায়েট করছেন, তাঁদের প্রিয় বন্ধু হতে পারে লেটুসপাতা। এক কাপ কুচি করা লেটুসে জাতভেদে মাত্র ৫-১০ ক্যালরি শক্তি থাকে। তাই সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস বা মাছের সঙ্গে লেবুর রস আর চিলি ফ্লেক্স দেওয়া এক বাটি লেটুসপ্রধান সালাদ ক্যালরির বোঝা বাড়াবে না। আমাদের দেশে এখন বহুল প্রচলিত পাতা লেটুসের পাশাপাশি বাঁধাকপি আকারের আইসবার্গ লেটুস আর চাইনিজ বাঁধাকপির মতো দেখতে রোমেইন লেটুসও পাওয়া যায়।
পাতাজাতীয় সবজি
লেটুস ছাড়াও কিন্তু অন্যান্য পাতাজাতীয় সবজি দিয়ে চমৎকার সালাদ হয়। আমাদের এখানে সহজলভ্য কাঁচা কচি পালং পাতার কুচি কাপপ্রতি মাত্র ৭ ক্যালরি যোগ করে শরীরে। এ ছাড়া সরিষাশাক, লাউপাতা, থানকুনি পাতা কুচির এক কাপে আছে প্রায় ১০ ক্যালরি, এক কাপ ধনেপাতার কুচিতে আছে ৫ ক্যালরি। তবে খেয়াল করতে হবে, এই পাতাগুলোর ক্যালরির হিসাব এখানে কাঁচা অবস্থায় দেওয়া আছে, সেদ্ধ নয়।
শসা
কেউ ডায়েট করছে শুনলেই চোখে ভাসে এক বাটি শসার ছবি। খোসাসহ এক কাপ টুকরো করা শসায় আছে ১৬ ক্যালরি। তবে লবণ না ছিটিয়ে শসায় লেবুর রস বা অল্প সিরকা দিয়ে খাওয়া ভালো।
মুলা
কাঁচা খাওয়া যায় এমন সবজির মধ্যে মুলা অন্যতম। এক কাপ কুচিয়ে বা কুরিয়ে নেওয়া মুলায় আছে মাত্র ১৮ ক্যালরি।
চা-কফি
চা বা কফিতে সে অর্থে কোনো ক্যালরি নেই। চিনি ছাড়া গ্রিন টি পান করলে শরীরে কোনোই ক্যালরি যোগ হয় না। লাল চা বা কালো কফিতেও বলার মতো ক্যালরি নেই। এই পানীয়গুলোর উপকার পেতে দুধ-চিনি ছাড়া পান করুন।
চা-কফি ছাড়া, ওপরের খাবারগুলো সবই কাঁচা অবস্থায় খাওয়ার ক্ষেত্রে ক্যালরি হিসাব করা হয়েছে। কাঁচা অবস্থায় খেলে এই খাবারগুলো হজম করতে আমাদের দেহের শক্তি খরচ হয়।
অনেক সময় একটি খাবার হজমে যে পরিমাণ শক্তি কাজে লাগে, সে পরিমাণ ক্যালরি সে বিশেষ খাবারে থাকে না। তখন সেই খাবার হজম করতে দেহ থেকে বা অন্য খাবার থেকে ক্যালরি খরচ করতে হয়।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৫ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৭ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৯ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৯ ঘণ্টা আগে