ডা. শুভাগত চৌধুরী

উৎসবের বড় অনুষঙ্গ খাবার। কোরবানি ঈদে মাংসের পদ বেশি থাকে। বাড়িতে গিন্নি, মা, দাদি তৈরি করেন খাবারের নানা পদ। জীবনাচরণের সব ক্ষেত্রে যেমন পরিমিতি বোধ চাই, তেমনি খাবারের বেলায়ও সেটি প্রয়োজন। আমাদের রয়ে–সয়ে খেতে হবে। ঈদে মাংসের অনেক মুখরোচক পদ তৈরি হয়। সেগুলোতে আবার অন্যান্য দিনের চেয়ে বেশি পরিমাণে তেল, চর্বি, লবণ, থাকে।
রান্নার করা খাবারের ঘ্রাণে আরও বেশি করে মাংস খেতে মন চায়। যাঁদের দীর্ঘমেয়াদি রোগ নেই তাঁরা দুই–এক দিন ভারী খাবার খেতে পারেন। তবে ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ থাকলে অনেক বুঝেশুনে খেতে হবে। এসব রোগে আক্রান্ত মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে খেতে থাকলে স্ত্রী, মা, বোনসহ বাড়ির অন্য সদস্যরা মানা করতে পারেন।
টেবিলে থরে থরে খাবার সাজানো দেখলেই সব খেতে হবে, তা নয়। বদহজম বা বুক জ্বালাপোড়া এড়াতে কম করে খাবেন। এতে পেট ও শরীর সুস্থ থাকবে। খাবার খাওয়াতে নিষেধ নেই। তবে বাহারি অনেক পদ থাকলে প্রতিটি অল্প করে খাবেন। ছোট প্লেট নেবেন আর বেশি সময় নিয়ে খাবেন। গোগ্রাসে গিলে ফেললে এমনিতে হবে বদহজম।
সকালে খান হালকা খাবার। সেমাই, পায়েস, ফলের জুস (ঘরে বানানো) আর বাদাম, ঘরে পাতা টক দই, ডাবের পানিও খেতে পারেন। যাঁদের কিডনি সমস্যা তাঁদের প্রোটিন বেশি খেলে সমস্যা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড বেশি যাঁদের তাঁদেরও একই সমস্যা। হজমশক্তি কম থাকলে দুধের তৈরি খাবার না খাওয়াই ভালো।
রান্নায় তেল–চর্বি কম দিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করুন। এমনিতে অতিমারি চলছে, বাড়তি ভোগান্তি আর কেন পোহাবেন?
ঈদের সময় অনেক ঘুরে ঘুরে আত্মীয়দের বাসায় খাওয়া হয়। কিন্তু এবার সে সৌজন্য পালন বা আতিথেয়তা পালনে সাবধানতা চাই। স্বাস্থ্যবিধি পালন করে খাওয়া সম্ভব না হলে জীবন রক্ষার জন্য তা না করাই ভালো।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারের বিধি নিষেধ মেনে চলতে হবে। ভালো থাকুন, নিরাপদে ঈদ উদ্যাপন করুন।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

উৎসবের বড় অনুষঙ্গ খাবার। কোরবানি ঈদে মাংসের পদ বেশি থাকে। বাড়িতে গিন্নি, মা, দাদি তৈরি করেন খাবারের নানা পদ। জীবনাচরণের সব ক্ষেত্রে যেমন পরিমিতি বোধ চাই, তেমনি খাবারের বেলায়ও সেটি প্রয়োজন। আমাদের রয়ে–সয়ে খেতে হবে। ঈদে মাংসের অনেক মুখরোচক পদ তৈরি হয়। সেগুলোতে আবার অন্যান্য দিনের চেয়ে বেশি পরিমাণে তেল, চর্বি, লবণ, থাকে।
রান্নার করা খাবারের ঘ্রাণে আরও বেশি করে মাংস খেতে মন চায়। যাঁদের দীর্ঘমেয়াদি রোগ নেই তাঁরা দুই–এক দিন ভারী খাবার খেতে পারেন। তবে ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ থাকলে অনেক বুঝেশুনে খেতে হবে। এসব রোগে আক্রান্ত মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে খেতে থাকলে স্ত্রী, মা, বোনসহ বাড়ির অন্য সদস্যরা মানা করতে পারেন।
টেবিলে থরে থরে খাবার সাজানো দেখলেই সব খেতে হবে, তা নয়। বদহজম বা বুক জ্বালাপোড়া এড়াতে কম করে খাবেন। এতে পেট ও শরীর সুস্থ থাকবে। খাবার খাওয়াতে নিষেধ নেই। তবে বাহারি অনেক পদ থাকলে প্রতিটি অল্প করে খাবেন। ছোট প্লেট নেবেন আর বেশি সময় নিয়ে খাবেন। গোগ্রাসে গিলে ফেললে এমনিতে হবে বদহজম।
সকালে খান হালকা খাবার। সেমাই, পায়েস, ফলের জুস (ঘরে বানানো) আর বাদাম, ঘরে পাতা টক দই, ডাবের পানিও খেতে পারেন। যাঁদের কিডনি সমস্যা তাঁদের প্রোটিন বেশি খেলে সমস্যা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড বেশি যাঁদের তাঁদেরও একই সমস্যা। হজমশক্তি কম থাকলে দুধের তৈরি খাবার না খাওয়াই ভালো।
রান্নায় তেল–চর্বি কম দিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করুন। এমনিতে অতিমারি চলছে, বাড়তি ভোগান্তি আর কেন পোহাবেন?
ঈদের সময় অনেক ঘুরে ঘুরে আত্মীয়দের বাসায় খাওয়া হয়। কিন্তু এবার সে সৌজন্য পালন বা আতিথেয়তা পালনে সাবধানতা চাই। স্বাস্থ্যবিধি পালন করে খাওয়া সম্ভব না হলে জীবন রক্ষার জন্য তা না করাই ভালো।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারের বিধি নিষেধ মেনে চলতে হবে। ভালো থাকুন, নিরাপদে ঈদ উদ্যাপন করুন।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১১ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৩ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৪ ঘণ্টা আগে