Ajker Patrika

কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরীক্ষা ২৮ জুন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪ জুন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দিল আফরোজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর) পদের লিখিত পরীক্ষা নরসিংদীর পলাশে টিআইসিআই ও ইউরিয়া সার কারখানা কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শিক্ষানবিশ গ্রেড-২ (টেকনিশিয়ান) (ইলেকট্রিক্যাল টেকনোলজি), শিক্ষানবিশ গ্রেড-২ (টেকনিশিয়ান) (মেকানিক্যাল বা মেশিন টুলস টেকনোলজি), শিক্ষানবিশ গ্রেড-২ (টেকনিশিয়ান) (অটোমোবাইল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি), শিক্ষানবিশ গ্রেড-২ (টেকনিশিয়ান) (ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন টেকনোলজি) ও শিক্ষানবিশ গ্রেড-২ (টেকনিশিয়ান) (ড্রাফটিং অ্যান্ড সিভিল বা উড ওয়ার্কিং টেকনোলজি) পদের পরীক্ষা নরসিংদীর পলাশ টিআইসিআইয়ে অনুষ্ঠিত হবে।

প্রতিটি পদের পরীক্ষা সকালের শিফটে সাড়ে ১০টা থেকে ১১টা ৪০ পর্যন্ত ও বিকেলের শিফটে সাড়ে ৩টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১৮ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত