Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষার প্রস্তুতি

আনিসুল ইসলাম নাঈম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ৪৮
বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের আবেদন শেষ হলো কয়েক দিন আগে। এবার প্রস্তুতি নেওয়ার পালা। ব্যাংক নিয়োগ পরীক্ষায় তিনটি ধাপের মধ্যে প্রিলিমিনারিতেই প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি।

লক্ষাধিকের মধ্যে প্রায় ৯০ ভাগ প্রতিযোগীকে পেছনে ফেলেই লিখিত পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে আজকের এই লেখা।

পরীক্ষা যেভাবে
ব্যাংক প্রিলিমিনারিতে ৮০ বা ১০০টি প্রশ্নের উত্তর করতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইংরেজি, বাংলা দ্বিতীয়, গণিত এবং সাধারণ জ্ঞান অংশ থেকে। এ ছাড়া কম্পিউটার থেকে প্রায় ১০টির মতো প্রশ্ন আসে। সব প্রশ্নের উত্তর করতে হয় এক ঘণ্টার মধ্যে। সীমিত সময়ের মধ্যে কম-বেশি সব বিষয়ে ভালো নম্বর নিশ্চিত করতে হয়।

বাংলা
বাংলা থেকে প্রশ্ন আসে ২০-২৫টি। তবে বেশির ভাগ প্রশ্ন আসে বাংলা দ্বিতীয় পত্র অংশ থেকে। সর্বোচ্চ ৬/৭টি প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্য থেকে। সাহিত্যের অল্পসংখ্যক প্রশ্নের উত্তর করার জন্য গুরুত্বপূর্ণ লেখকদের সম্পর্কে পড়লেই মোটামুটি যথেষ্ট। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, জীবনানন্দ দাশ, জসিমউদ্দীন ইত্যাদি। পাশাপাশি পিএসসির নেওয়া গত কয়েক বছরের পরীক্ষার বাংলা প্রশ্নগুলো দেখে নিতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণ এবং বিরচন দুটোই গুরুত্বপূর্ণ। এ জন্য ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ বই এবং সঙ্গে বাজারের ভালোমানের একটি ব্যাকরণ বই আগাগোড়া শেষ করতে হবে। তবে সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, উপসর্গ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, এককথায় প্রকাশ, বাগধারা ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইংরেজি
ইংরেজি থেকে প্রশ্ন আসে ২৫টি। তবে ইংরেজি সাহিত্য থেকে কখনো কখনো ২/১টি প্রশ্ন আসে বা একেবারেই আসে না। সাম্প্রতিক বিসিএসের প্রশ্নগুলো দেখে নিলেই সাহিত্যের জন্য যথেষ্ট অথবা ইংরেজি সাহিত্য পুরোপুরি বাদ দিলেও খুব বেশি সমস্যা নেই। ইংরেজির জন্য ভোকাবুলারি এবং গ্রামার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রায় অর্ধেক প্রশ্নই আসে Synonym, Antonym, Analogy, One word substitution, Spelling থেকে। ভালো ভোকাবুলারি জানা থাকলে দুই-তিন মিনিটেই সবগুলো প্রশ্নের উত্তর করা যায়। এ ছাড়া গ্রামার অংশের উত্তর করতেও ভোকাবুলারি সহায়ক। এ জন্য প্রতিদিন অন্তত ২০টি ভোকাবুলারি পড়ার অভ্যাস করতে হবে। নতুন শব্দ সামনে পেলেই লিখে রাখতে হবে। গ্রামার অংশের জন্য Phrases and Idioms, Voice, Narration, Translation, Right form of verbs, Subject-verb agreement, Pin point error, Sentence Correction and Completion ইত্যাদি টপিক থেকে অনুশীলন করতে হবে। প্রায় প্রতিটি টপিক থেকেই ২/১টি প্রশ্ন আসে।

গণিত
ব্যাংক প্রিলিমিনারি পাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গণিত। গণিতে ভালো করতে পারলে খুব সহজেই অন্যদের চেয়ে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই অংশেই বেশির ভাগ পরীক্ষার্থীর ভীতি সবচেয়ে বেশি থাকে। কেননা পরীক্ষায় খুব অল্প সময়ে ২০টির মতো গণিত সমাধান করতে হয়। সময় পাওয়া যায় সর্বোচ্চ ৩০ মিনিটের মতো। এই অংশে ভালো করার জন্য দ্রুত গণিত সমাধান অনুশীলনের কোনো বিকল্প নেই। ব্যাংক প্রশ্ন যেহেতু ইংরেজিতেই হয় তাই গণিতের ইংরেজি টার্মগুলো জানা থাকা আবশ্যক। এ ছাড়া পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তাই ক্যালকুলেটর ছাড়াই হিসেব করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেকোনো টপিক থেকে যেকোনো ধরনের অঙ্ক আসতে পারে। তবে গড়, ঐকিক নিয়ম, লসাগু-গসাগু, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, পরিমাপ, সময় ও দূরত্ব, অনুপাত, ভগ্নাংশ, ধারা, সম্ভাবনা, ক্ষেত্রফল, বিন্যাস-সমাবেশ ইত্যাদি টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে ২০টি। এই অংশের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। দেশ-বিদেশে যা কিছু ঘটছে সব বিষয়ে নিজের চোখ-কান খোলা রাখতে হবে। তবে ব্যাংক প্রিলিমিনারিতে সাম্প্রতিক থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সসহ অন্যান্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই নিয়মিত পড়ে শেষ করতে হবে। এ ছাড়া কিছু মৌলিক বিষয় যেমন- বাংলাদেশের ইতিহাস, সংবিধান, মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, জনশুমারি, মুদ্রা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সম্মেলন, পুরস্কার, খেলাধুলা, ভৌগোলিক বিষয় ইত্যাদি থেকে প্রায় সব সময় প্রশ্ন আসে।

বিজ্ঞান-আইসিটি
এখান থেকে মোট ১০টি প্রশ্ন আসে। বিজ্ঞান থেকে আসা ২/১টি প্রশ্ন বাদে বাকি সব প্রশ্ন আসে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি থেকে। নির্দিষ্ট কিছু টপিক ভালোভাবে পড়লে বেশির ভাগ প্রশ্ন উত্তর করা যায়। যেমন- ইনপুট-আউটপুট ডিভাইস, ওয়ার্ড শর্টকাট, এক্সেল শর্টকাট, কম্পিউটার যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রোগ্রামিং, নেটওয়ার্ক ইত্যাদি। তবে আরও ভালো প্রস্তুতির জন্য বাজারের যেকোনো একটি কম্পিউটার বই থেকে গুরুত্বপূর্ণ সব টপিক দেখতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ কথা

  • সবার আগে বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে। কোন টপিকে বেশি জোর দিতে হবে এবং কোন টপিক বাদ দিলেও চলবে তা বুঝতে হবে।
  • প্রশ্নকারীদের প্রশ্নের সবচেয়ে ভালো উৎস বিসিএসসহ পিএসসির নেওয়া বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। তাই বিসিএসের সব প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলতে হবে।
  • যত বেশি সম্ভব মডেল টেস্ট দিতে হবে এবং রিসেন্ট জব সলিউশন পড়তে হবে।
  • যেকোনো বিষয় একবার যত ভালোভাবেই পড়া হোক না কেন, তা মনে রাখা কঠিন। তাই সবকিছু একাধিকবার রিভাইজ করতে হবে।
  • গণিত অবশ্যই ভালোভাবে বুঝে অনুশীলন করতে হবে। সুনির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে আটকে থাকলে অল্প সময়ে গণিত উত্তর করা কঠিন হয়ে যায়। তাই যেমন অঙ্কই আসুক না কেন, তা বিভিন্নভাবে চিন্তা করে সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে।

 অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

চাকরি ডেস্ক 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির শূন্য পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৪ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ড মাস্টার, ৪টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: টেলিফোন অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৩৬ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা । ৬ নম্বর ক্রমিকের জন্য ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

চাকরি ডেস্ক 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: মালি, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ আবেদনপত্রের একটির সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ৩ সেট আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা’।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১ ক্যাটাগরির শূন্য পদে ৪৮৩ জনের নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৫ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ডিএফএ), ৪৮৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা: সব প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আবেদনের অযোগ্যতা: বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন; ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন; তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে: অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সব সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের মেনুতে ‘অনলাইন নিয়োগ’ অপশনে অথবা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি, ২০২৬; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, (পিপিএস প্ল্যান্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল)।

অভিজ্ঞতা: ১-৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২১-২৮ বছর।

কর্মস্থল: ঢাকা (ধামরাই)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত