Ajker Patrika

রেডিও জকির ক্যারিয়ার যেমন

এম এম মুজাহিদ উদ্দীন
রেডিও জকির ক্যারিয়ার যেমন

রেডিওতে কথা বলবেন, আর দেশের অসংখ্য মানুষ সেই কথা শুনবে। পাশাপাশি খ্যাতি, আয় দুটোই আছে। তাই বর্তমানে অনেকে রেডিও জকি বা আরজে হওয়ার স্বপ্ন দেখে। সুমাইয়া রিমা সেই স্বপ্ন থেকে উঠে আসা একজন প্রফেশনাল রেডিও জকি। তিনি আরজে রিমা হিসেবে বেশি পরিচিত। তাঁর কাছ থেকে রেডিও জকির ক্যারিয়ার নিয়ে গল্প শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

রেডিওর সঙ্গে সখ্য ছোটবেলায় অঙ্ক করার সময় বাটন ফোনের মাধ্যমে হলেও, আরজে রিমা হিসেবে মাইক্রোফোনের সঙ্গে সখ্যের পাঁচ বছর পূর্ণ হলো ফেব্রুয়ারি মাসে। আমার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি ঢাকাতেই। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ছোটবেলায় পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল। তবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি বিশ্ববিদ্যালয়ে এসে আরও ব্যাপক হয়। গান, নাচ, আবৃত্তি, উপস্থাপনা, ক্লাবিং, মিডিয়া অথবা করপোরেট চাকরি—যখন যা ইচ্ছা হয়েছে, সব কাজই করেছি। ভর্তির সময় ভেবেছিলাম, বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত নিজের মতো উপভোগ করব। তা-ই করেছি।

আমার রেডিওর সঙ্গে যাত্রা শুরু হয় ২০১৯ সালে পিপলস রেডিও ৯১.৬-এর মাধ্যমে। সত্যি বলতে, অনেক ভালোবাসা পেয়েছি এ প্রতিষ্ঠান থেকে। শুরুর দিনগুলো সত্যিই অসাধারণ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত গ্রুমিং, শো, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ছুটির দিনেও ক্লাবিং অথবা ইয়ুথ প্রোগ্রামের আয়োজন—সবকিছুতেই সমানতালে কাজ করেছি। এর পরবর্তী সময় অন্য রেডিও, ম্যাগাজিন, অনলাইন নিউজ চ্যানেলসহ করপোরেট চাকরি করার অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে আরজে হিসেবে কাজ করছি ৯৬.৪ স্পাইস এফএমে।

আরজে হতে যে ধরনের যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন
একজন আরজের প্রধান গুণ হচ্ছে দূরে বসেও শ্রোতার সঙ্গে এমন মনের বন্ধন তৈরি করা, যেন তাদের পাশে একজন কথাবন্ধু আছে। সেই কথাবন্ধুর কাজ যত্নের সঙ্গে অনুভূতি আদানপ্রদান করা। আরজে হওয়ার জন্য প্রয়োজন শব্দের শুদ্ধ প্রয়োগ ও বলিষ্ঠ কণ্ঠ। এ ছাড়া যে বিষয় নিয়ে শো করতে বসবে, সেই বিষয়ের আগের, পরের ও সাম্প্রতিক সব তথ্য জানা আবশ্যক। কখন কী নতুন গান এসেছে, সময় অনুযায়ী কোন গানটার উপযোগিতা বেশি, কথার বিষয়বস্তুর সঙ্গে গানের কীভাবে সংযোগ স্থাপন করতে হয়—এসব বিষয়ে পূর্ণ ধারণা রাখতে হবে। প্রতিটি রেডিওর আলাদা কিছু প্যাটার্ন থাকে। শুরুতেই সেই প্যাটার্ন রপ্ত করতে হয়। পাশাপাশি অল্প কথায় নিজের বার্তা পূর্ণভাবে প্রকাশ করা জানতে হবে।

রেডিওতে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া
সারা বছরই আপনি নিজের সিভি বা জীবনবৃত্তান্ত রেডিও প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে পারবেন। পরে নতুন নিয়োগের সময় এই সিভিগুলো বাছাই করে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে ভালো হয়, যদি সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবগত থাকেন, বিশেষ করে খোঁজ রাখতে হবে, কখন কোন রেডিওতে ‘আরজে হান্ট’ চলছে। এ জন্য পছন্দের রেডিও পেজ নিয়মিত অনুসরণ করতে হবে। সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে সেসব পেজেই পাবেন। এ ছাড়া বর্তমান সময়ে লিংকডিন নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য আরেকটি ভালো মাধ্যম। এই সেক্টরে কাজ করতে আগ্রহী হলে অবশ্যই সিভি আপডেটেড রাখবেন। প্রয়োজনে সিনিয়র কাউকে দিয়ে সেই সিভি চেক করিয়ে নেবেন। গান, আবৃত্তি, নাচ, উপস্থাপনা বা সাংস্কৃতিক অঙ্গনের যেকোনো পরিধিতে আপনার বিচরণ থাকলে, অবশ্যই সিভিতে উল্লেখ করবেন। কণ্ঠ নিয়ে আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটিও উল্লেখ করা উচিত।

বাছাই প্রক্রিয়া
সিভি বাছাই হলে সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সাক্ষাৎকারের দিন সিভির হার্ড কপি সঙ্গে নেওয়ার কথা ভোলা যাবে না। পাশাপাশি যথাসময়ে পৌঁছানো, ফরমালি নিজেকে প্রতিনিধিত্ব করা, শুদ্ধ স্বরে ভয়েস টেস্ট পাস করা জরুরি। এই পর্বে পাস হলে গ্রুমিং পর্ব শুরু হয়। এই গ্রুমিং পর্বটা নিজেকে তুলে ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে লিংক তৈরি, উচ্চারণ, পিচ, কণ্ঠে ইমোশন আনা ইত্যাদি নতুন নতুন বিষয় শেখার সুযোগ হয়। এরপর আবার কণ্ঠের পরীক্ষায় অংশ নিতে হয়। এই পরীক্ষায় পার হতে পারলেই হাতে-কলমে অন-এয়ারে বসে নিজেকে পরিপক্ব করার প্রশিক্ষণ চলে। সব প্রশিক্ষণ দক্ষতার সঙ্গে পাড়ি দিতে পারলেই সামনে তার জন্য স্বপ্নের হটসিট অপেক্ষায় থাকে নতুন সূচনার জন্য। 

আয় ও অন্যান্য সুযোগ-সুবিধা
আয়ের উৎস হলেও এই পেশাটি আসলে সবচেয়ে বড় ভালোবাসার উৎস। মানুষ মানুষের মনে দীর্ঘসময় বেঁচে থাকে কেবল ভালোবাসার মাধ্যমে। ছাত্রজীবন থেকেই আরজে হওয়া যায়। বহুজনের সঙ্গে পরিচিত হওয়ার ও তাদের জানার মতো ভালো সুযোগ হয় রেডিওর মাধ্যমে। এতে আমাদের নেটওয়ার্কিংয়ের ভিত্তিটা খুব মজবুত হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ারের জন্যও ভালো কাজে দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৩
ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস।

পদের নাম: ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ভিএফএক্স, অ্যানিমেশন, ফিল্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার, এএসএম (বাল্ক সেলস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: ৩ বছর।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

উল্লেখিত এই তিনটি পদে লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...

সম্পর্কিত