Ajker Patrika

বাংলাদেশে আইটির সম্ভাবনা কেমন?

মতিন সরকার নিশাত
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫: ০১
বাংলাদেশে আইটির সম্ভাবনা কেমন?

মতিন সরকার নিশাত ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (অ্যাকাউন্টিং) উত্তীর্ণ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। তার ৪০তম বিসিএসের ভাইভা হয়েছিল ২০২২ সালের ১০ জানুয়ারি। ভাইভা বোর্ডের সিরিয়াল ছিল ৩ নম্বরে (১-১৫) এবং আনুমানিক প্রায় ১৫-২০ মিনিট ভাইভা হয়েছিল। তার ক্যাডার পছন্দক্রম যথাক্রমে—পুলিশ, প্রশাসন, অডিট, ট্যাক্স এবং সাধারণ শিক্ষা। ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরা হলো:

আমি: স্যার, আসসালামু আলাইকুম। আসতে পারি?

চেয়ারম্যান: ওয়ালাইকুম-আসসালাম। আসুন, বসুন।

চেয়ারম্যান: বঙ্গবন্ধুর একটি ছবি দেখিয়ে বললেন, এ ছবিটি কোথায় তোলা? এ জায়গার নাম কী?

আমি: স্যার, যদি ভুল না হয়ে থাকে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময়কার ছবি। এ ছবিটি ইংল্যান্ডের এয়ারপোর্টে যখন তিনি ল্যান্ড করেন, সে সময়কার ছবি। সম্ভবত বিমানবন্দরের নাম হিথ্রো বিমানবন্দর।

চেয়ারম্যান: (অন্য একটি ছবি দেখিয়ে) ছবিতে বঙ্গবন্ধু যে ভদ্রলোকের সঙ্গে হাত মেলাচ্ছেন, তিনি কে?

আমি: স্যার, উনি তৎকালীন সময়ের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ওনার নাম এডওয়ার্ড...স্যরি স্যার, পুরো নামটা মনে আসছে না।

চেয়ারম্যান: এডওয়ার্ড হিথ।

চেয়ারম্যান: ধর্মপাশা কোথায়?

আমি: সুনামগঞ্জে।

চেয়ারম্যান: দেবিগঞ্জ কোথায়?

আমি: পঞ্চগড় জেলায়।

চেয়ারম্যান: আপনার সামনে একটি কবিতা লেখা আছে, পড়ুন।

আমি: ক্ষয় নাই তার ক্ষয় নাই।

চেয়ারম্যান: এর আগের লাইন কী?

আমি: নিঃশেষে প্রাণ যে করিবে দান।

চেয়ারম্যান: তার আগের লাইন?

আমি: এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। (আগের লাইন আমার জানা ছিল না। তাই ভাবলাম সরাসরি বলে দিই) চেয়ারম্যান স্যার এবার এক্সটারনাল স্যারদের দিকে তাকিয়ে বললেন, এবার আপনারা প্রশ্ন করতে পারেন।

এক্সটারনাল-১: আপনি প্রথম পছন্দ পুলিশ দিয়েছেন কেন?

আমি: আসলে আমার বাবা ডিফেন্সের লোক ছিলেন (বাবা আর্মিতে ছিলেন)। তাই ছোটবেলা থেকেই এটি পছন্দের পেশা। ডিসিপ্লিনড লাইফ আমার পছন্দের। এ ছাড়া এ পেশার মাধ্যমে সরাসরি মানুষের সেবা দেওয়া সম্ভব। ভালোভাবে সেবা দিতে পারলে মানুষ দোয়া করে ও মনে রাখে।

এক্সটারনাল-১: আপনি পুলিশে যোগ দিলে কোন দিকে ফোকাস করবেন?

আমি: (উত্তরটি মনে মনে সাজানো ছিল, তাই কনফিডেন্টলি বলতে থাকি) স্যার আমি সর্বাগ্রে ফোকাস করব পুলিশের ইনফরমেশন টেকনোলজির দিকে। উন্নত দেশগুলোর আইটি ম্যানেজমেন্ট, এমআইএস ফলো করে বাংলাদেশের পুলিশ জনগণকে যাতে আরও নিখুঁত সার্ভিস দিতে পারে, সে চেষ্টা করব। এ ছাড়া প্রকৃত অপরাধী শনাক্তকরণ করার ক্ষেত্রেও আইটিকে কাজে লাগানোর চেষ্টা করব। 

এক্সটারনাল-২: বাংলাদেশে আইটির সম্ভাবনা কেমন?

আমি: বাংলাদেশে আইটির সম্ভাবনা সীমাহীন। এ দেশে বিরাট একটি তরুণ প্রজন্ম রয়েছে, যারা আইটিতে অবদান রাখতে পারেA। এ ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংয়ের কথা বলতে পারি। বাংলাদেশ অলরেডি ফ্রিল্যান্সিংয়ে অনেক এগিয়ে গেছে। নতুন প্রজন্মকে আরও সাপোর্ট দিলে এরা দেশে থেকেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

এক্সটারনাল-১: আপনার দেশের বাড়ি তো চাঁদপুর, সেখানকার পুলিশের বিখ্যাত লোক কে আছেন?

আমি: স্যার, ড. জাবেদ পাটোয়ারী। পুলিশের প্রাক্তন আইজিপি আমাদের চাঁদপুরের। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। এখন সম্ভবত রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে কর্মরত।

এক্সটারনাল-২: What is Gender Budget?

আমি: Sorry Sir! I can’t remember. (আসলে এই বাজেট সম্পর্কে প্রথম শুনেছিলাম। পরে জেনেছি Gender Budgeting হচ্ছে, কোনো বাজেটের Income এবং Expenditure এমনভাবে সেট করা, যাতে জেন্ডার ইকোয়ালিটি নিশ্চিত করা যায়)।

এক্সটারনাল-১: আপনি এখন কী করছেন?

আমি: স্যার, একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি।

এক্সটারনাল-২: ঠিক আছে, আপনি এখন আসতে পারেন।

আমি: চেয়ারম্যান স্যার ও এক্সটারনাল স্যারদের সালাম দিয়ে বাইরে বের হয়ে আসি। (পিএসসিতে বিসিএস ভাইভা দেওয়ার অভিজ্ঞতা আগেই ছিল। এসব দিক দিয়ে খুব কনফিডেন্ট ছিলাম। যা হোক, ভাইভা কক্ষে প্রবেশের আগে সামান্য একটু নার্ভাসনেস থাকলেও স্যারদের আন্তরিক ব্যবহার পেয়ে নার্ভাসনেস পুরোপুরি কেটে যায়। এমনভাবে কথা বলি যেন স্যাররা আমার বহু আগের পরিচিত)। 

নতুনদের ভাইভা প্রস্তুতি 
ভাইভার প্রস্তুতি নিতে হবে টপিকওয়াইজ। নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করার জন্য বেশি গুরুত্ব দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর না পারলে তিনি কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেন। তাঁর আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব কেমন, এসব মৌখিক পরীক্ষায় মূল্যায়ন করা হয়। ভাইভা পরীক্ষার যদিও নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে মোটামুটি ৪টি বিষয় থেকে প্রার্থীকে প্রশ্ন করা হয়। নিজ সম্পর্কে, নিজ জেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনার্সে পঠিত বিষয় সম্পর্কে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান, ক্যাডার পছন্দ এবং সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক সময়ের আলোচ্য বিষয় সম্পর্কে প্রার্থীকে প্রশ্ন করা হয়ে থাকে। এসব বিষয়ে যথাযথ প্রস্তুতি নিতে হবে। বোর্ডে কখনো মিথ্যা কথা বলা যাবে না। নতুনরা প্রস্তুতির জন্য মক ভাইভা দিতে পারেন। এতে নার্ভাসনেস অনেকাংশে কমে যায়। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

মতিন সরকার নিশাত, শিক্ষা ক্যাডার (অ্যাকাউন্টিং) ৪০তম বিসিএস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (১২তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) এ এইচ এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, ড্রাইভার, টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার), ডেসপ্যাচ রাইডার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বুকসর্টার, পাঠকক্ষ সহকারী, অফিস সহায়ক, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী, হিসাবরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কাম্পিউটার মুদ্রাক্ষরিক।

বিজ্ঞপ্ততি বলা হয়, আগামী ২ জুনায়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটথেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত লিংক এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্টটি জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স) পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা সফটওয়্যার, ইআরপি সিস্টেম এবং আর্থিক প্রতিবেদন সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটিতে অডিট অফিসিয়াল-উপ টু ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অডিট অফিসিয়াল, (উপ টু ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অডিটিং/জেনারেল ব্যাংকিং/গ্রাহক পরিষেবা, ক্রেডিট অপারেশন এবং ডকুমেন্টেশন, বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং ডকুমেন্টেশন অ্যান্টি-মানি লন্ডারিং সম্পর্কিত কার্যাবলীতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত