ইসলাম ডেস্ক
গিবত মানে হলো পরনিন্দা। সাধারণত কারও অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের কাছে উপস্থাপন করা হলো পরনিন্দা। ইসলামের দৃষ্টিতে এই পরনিন্দা বা গিবত মারাত্মক পাপ। পবিত্র কোরআন ও হাদিসে গিবত থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কি জানো গিবত কী?’ সাহাবিরা বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলই অধিক ভালো জানেন।’
নবীজি বললেন, ‘তোমার ভাই তার সম্পর্কে যে কথা অপছন্দ করে সে কথা বলার নাম গিবত।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে?’
রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি যা বলেছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবত করলে। আর যদি না থাকে তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে।’ (মিশকাতুল মাসাবিহ: ৪৮২৮)
পবিত্র কোরআনে গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মোমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক।’ (সুরা হুজুরাত: ১২)
গিবত সমাজে বিভাজন তৈরি করে। গিবতকারী দুনিয়াতেই অপদস্থ হবে বলে নবী করিম (সা.) সতর্ক করেছেন। হজরত আবু বারজা আসলামি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, ‘হে সেসব লোক; যারা কেবল মুখেই ইমান এনেছে কিন্তু ইমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গিবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারও দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (সুনানে আবু দাউদ: ৪৮৮০)।
লেখক: মোহাম্মদ সাইফুল মিয়া
ইসলামবিষয়ক গবেষক
গিবত মানে হলো পরনিন্দা। সাধারণত কারও অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের কাছে উপস্থাপন করা হলো পরনিন্দা। ইসলামের দৃষ্টিতে এই পরনিন্দা বা গিবত মারাত্মক পাপ। পবিত্র কোরআন ও হাদিসে গিবত থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কি জানো গিবত কী?’ সাহাবিরা বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলই অধিক ভালো জানেন।’
নবীজি বললেন, ‘তোমার ভাই তার সম্পর্কে যে কথা অপছন্দ করে সে কথা বলার নাম গিবত।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে?’
রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি যা বলেছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবত করলে। আর যদি না থাকে তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে।’ (মিশকাতুল মাসাবিহ: ৪৮২৮)
পবিত্র কোরআনে গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মোমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক।’ (সুরা হুজুরাত: ১২)
গিবত সমাজে বিভাজন তৈরি করে। গিবতকারী দুনিয়াতেই অপদস্থ হবে বলে নবী করিম (সা.) সতর্ক করেছেন। হজরত আবু বারজা আসলামি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, ‘হে সেসব লোক; যারা কেবল মুখেই ইমান এনেছে কিন্তু ইমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গিবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারও দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (সুনানে আবু দাউদ: ৪৮৮০)।
লেখক: মোহাম্মদ সাইফুল মিয়া
ইসলামবিষয়ক গবেষক
সময়ের ঘূর্ণন আর প্রকৃতির পরিবর্তনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ইত্যাদির মধ্য দিয়ে কেটে যায় মানুষের জীবন। মানবজীবনে এমন তিনটি দিন আছে, যা নানা কারণে গুরুত্বের দাবি রাখে। নিম্নে ব্যতিক্রমী সেই তিনটি দিন নিয়ে আলোচনা তুলে ধরা হলো—
৩ ঘণ্টা আগেএতিমের লালন-পালন, এতিমের প্রতি সহানুভূতি, দয়া ও ভালো আচরণ এবং তাদের হক রক্ষায় জোর তাগিদ দিয়েছে ইসলাম। এতিম বলে কেউ কেউ তাদের সঙ্গে কঠোর আচরণ করে। কিন্তু আল্লাহ তাদের প্রতি কঠোর হতে নিষেধ করেন।
১ দিন আগেইসলামে সপ্তাহের দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জুমা। এই দিনটি মুসলিম জীবনে আত্মশুদ্ধি, কল্যাণের দোয়া এবং আল্লাহর রহমত লাভের এক স্বর্ণালি সুযোগ। পবিত্র কোরআন ও হাদিসে বারবার জুমার ফজিলতের কথা বলা হয়েছে। এ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো—সুরা কাহাফ তিলাওয়াত। সাহাবিদের যুগ থেকেই এই আমল...
২ দিন আগেবৃষ্টি মানবজীবনের এক অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। আকাশ থেকে বৃষ্টি ঝরে। জমিনে ফোটে ফুল-ফসল। প্রকৃতি পায় সজীবতা। এটি শুধু কৃষিকাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষের মনেও আনে প্রশান্তি ও স্নিগ্ধতা।
২ দিন আগে