ইসলাম ডেস্ক
হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)
হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)
পূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
৬ ঘণ্টা আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
১ দিন আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
২ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৩ দিন আগে