ইসলাম ডেস্ক

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।

ইসলামে নফল ইবাদতের মধ্যে সালাতুত তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। হাদিস শরিফে এই নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। এই নামাজ সম্ভব হলে প্রতিদিন একবার, তা না পারলে প্রতি সপ্তাহে একবার, সম্ভব না হলে প্রতি মাসে একবার, তাও না হলে বছরে একবার অথবা অন্তত জীবনে একবার হলেও আদায়ের কথা হাদিসে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এক ভয়ংকর ব্যাধিতে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ বিষণ্নতায় ভুগছে। জীবনের অনিশ্চয়তা, ঋণের বোঝা কিংবা ভবিষ্যৎ আতঙ্ক থেকে সৃষ্ট এই মানসিক চাপ মানুষের মস্তিষ্ক ও শরীরে নেতিবাচক প্রভাব ফেলে।
২০ ঘণ্টা আগে
বিপদ-আপদ, দুশ্চিন্তা কিংবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য মহান আল্লাহর ওপর ভরসা করার শ্রেষ্ঠ দোয়া হলো—‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’। দোয়াটি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা নির্ভরতার অনন্য ঘোষণা। অসুস্থতা, উদ্বেগ কিংবা কোনো বড় ক্ষতির আশঙ্কার সময় এই আমল মুমিনের হৃদয়ে প্রশান্তি আনে।
২১ ঘণ্টা আগে