
মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।
নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।
তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।
তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।
২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।
নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।
তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।
তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।
২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১১ ঘণ্টা আগে