Ajker Patrika

মঙ্গল গ্রহ আগের চেয়ে বেশি জোরে ঘুরছে, বলছে নাসা

মঙ্গল গ্রহ আগের চেয়ে বেশি জোরে ঘুরছে, বলছে নাসা

মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।

নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।

তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।

তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।

 ২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত