
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে স্ত্রীর প্রেমের গুঞ্জনের পর বিবাহ বিচ্ছেদ ঘটালেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে আদালতের মাধ্যমে তাঁদের বিচ্ছেদ নিশ্চিত হয়েছে। এখন তাঁদের চার বছর বয়সী মেয়ের অভিভাবকত্ব নির্ধারণ হবে।
কোনো ধরনের বিতর্ক ছাড়াই পেশায় আইনজীবী ও উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ব্রিন। আদালতের নথি অনুযায়ী, বিচ্ছেদের বিরোধিতা না করলেও নিকোল খোরপোষের জন্য আবেদন করেছেন। আইনজীবীর ফিসহ সম্পত্তি ভাগাভাগি তাঁরা গোপনেই সেরেছেন।
নিকোলের আগে অ্যান ওজসিকির সঙ্গে বিচ্ছেদ হয় ব্রিনের। ২০১৫ সালে ওজসিকির সঙ্গে পরিচয়ের পর ওই বছরই তাঁদের প্রণয় শুরু হয়। বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, ২০১৮ সালে ব্রিন ও নিকোলের বিয়ে হয়।
নিকোল-ব্রিন জুটি ২০২১ সাল থেকে আলাদাভাবে আছেন। ২০২২ সালে ‘অনিরসনযোগ্য মতভেদের’ কথা তুল উল্লেখ করে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সঙ্গে নিকোলের সংক্ষিপ্ত প্রেমের গুঞ্জন শোনার এক মাসের মধ্যেই ব্রিন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মাস্ক ও ব্রিন দীর্ঘসময় ধরেই বন্ধু। তবে, মাস্ক ও নিকোল দুজনই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের একাধিক প্রতিবেদনে তাঁদের প্রেমের ওপর জোর দেওয়া হয়েছে। এমনকি ‘অবৈধ প্রেমের অভিযোগে মাস্ক ও সের্গেইর বন্ধুত্ব ছিন্ন’ শীর্ষক এক প্রতিবেদন ছাপে এই সংবাদ মাধ্যম। জবাবে মাস্ক তাঁর এক্স (টুইটার) প্ল্যাটফর্মে লিখেন, ‘সের্গেই ও আমি বন্ধু এবং আমরা গতরাতেই একসঙ্গে একটা পার্টিতে ছিলাম। তিন বছরে আমি নিকোলকে মাত্র দুবার দেখেছি, তাও অনেক মানুষের মধ্যে। এখানে রোমান্টিক কিছু নেই।’
নিকোলও এই গুঞ্জনকে অত্যন্ত ঠুনকো বলে উড়িয়ে দিয়েছেন। মাস্কের সঙ্গে তাঁর তেমন বন্ধুত্বও নেই বলে মন্তব্য করেন তিনি।
৫০ বছর বয়সী সের্গেই ব্রিন গুগলের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের নবম শীর্ষ ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। ৩৪ বছর বয়সী নিকোল শানাহান ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যাটর্নি ও বায়া ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে স্ত্রীর প্রেমের গুঞ্জনের পর বিবাহ বিচ্ছেদ ঘটালেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে আদালতের মাধ্যমে তাঁদের বিচ্ছেদ নিশ্চিত হয়েছে। এখন তাঁদের চার বছর বয়সী মেয়ের অভিভাবকত্ব নির্ধারণ হবে।
কোনো ধরনের বিতর্ক ছাড়াই পেশায় আইনজীবী ও উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ব্রিন। আদালতের নথি অনুযায়ী, বিচ্ছেদের বিরোধিতা না করলেও নিকোল খোরপোষের জন্য আবেদন করেছেন। আইনজীবীর ফিসহ সম্পত্তি ভাগাভাগি তাঁরা গোপনেই সেরেছেন।
নিকোলের আগে অ্যান ওজসিকির সঙ্গে বিচ্ছেদ হয় ব্রিনের। ২০১৫ সালে ওজসিকির সঙ্গে পরিচয়ের পর ওই বছরই তাঁদের প্রণয় শুরু হয়। বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, ২০১৮ সালে ব্রিন ও নিকোলের বিয়ে হয়।
নিকোল-ব্রিন জুটি ২০২১ সাল থেকে আলাদাভাবে আছেন। ২০২২ সালে ‘অনিরসনযোগ্য মতভেদের’ কথা তুল উল্লেখ করে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সঙ্গে নিকোলের সংক্ষিপ্ত প্রেমের গুঞ্জন শোনার এক মাসের মধ্যেই ব্রিন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মাস্ক ও ব্রিন দীর্ঘসময় ধরেই বন্ধু। তবে, মাস্ক ও নিকোল দুজনই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের একাধিক প্রতিবেদনে তাঁদের প্রেমের ওপর জোর দেওয়া হয়েছে। এমনকি ‘অবৈধ প্রেমের অভিযোগে মাস্ক ও সের্গেইর বন্ধুত্ব ছিন্ন’ শীর্ষক এক প্রতিবেদন ছাপে এই সংবাদ মাধ্যম। জবাবে মাস্ক তাঁর এক্স (টুইটার) প্ল্যাটফর্মে লিখেন, ‘সের্গেই ও আমি বন্ধু এবং আমরা গতরাতেই একসঙ্গে একটা পার্টিতে ছিলাম। তিন বছরে আমি নিকোলকে মাত্র দুবার দেখেছি, তাও অনেক মানুষের মধ্যে। এখানে রোমান্টিক কিছু নেই।’
নিকোলও এই গুঞ্জনকে অত্যন্ত ঠুনকো বলে উড়িয়ে দিয়েছেন। মাস্কের সঙ্গে তাঁর তেমন বন্ধুত্বও নেই বলে মন্তব্য করেন তিনি।
৫০ বছর বয়সী সের্গেই ব্রিন গুগলের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের নবম শীর্ষ ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। ৩৪ বছর বয়সী নিকোল শানাহান ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যাটর্নি ও বায়া ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৭ ঘণ্টা আগে