
নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।

নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে