আজকের পত্রিকা ডেস্ক

কোল্ডপ্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়া সেই প্রযুক্তি নির্বাহী পদত্যাগ করেছেন। নিউইয়র্ক-ভিত্তিক প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিনি। সংস্থার বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিইও অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন।
অ্যাস্ট্রোনমারের পরিচালনা পর্ষদ বাইরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এখন তারা পরবর্তী সিইওর সন্ধানে নেমেছে। এর আগে বাইরনকে ছুটিতে পাঠানোর কথা জানানো হয়েছিল।
বাইরনের ভাইরাল ভিডিও প্রকাশের পর অনলাইনে একটি কথিত বিবৃতি ছড়িয়ে পড়েছিল, যেখানে বাইরন ঘটনা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছিল। তবে অ্যাস্ট্রোনমার লিঙ্কডইন পোস্টে জানিয়েছিল, বাইরন ‘কোনো বিবৃতি দেননি’ এবং ‘এ সংক্রান্ত সমস্ত খবর ভুল’।
গত বুধবার, ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টের ‘কিস ক্যাম’ স্ক্রিনে বাইরনকে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে দেখা গিয়েছিল। ক্যাবটকে পেছন থেকে জড়িয়ে ধরে গানের তালে দুলছিলেন বাইরন। এ অবস্থায় দুজনকে বড় স্ক্রিনে দেখা যায়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন এবং ক্যামেরার আড়াল হয়ে যান।
এদিকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ডেটা অপারেশনস কোম্পানি অ্যাস্ট্রোনমার স্বীকার করেছে, তাদের কোম্পানির পরিচিতি রাতারাতি পরিবর্তিত হতে পারে। তবে তাদের লক্ষ্য ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা সমাধানেই কেন্দ্রীভূত থাকবে।
এর আগে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন সিইও বাইরনকে ছুটিতে থাকবেন। অ্যাস্ট্রোনমারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্টও প্রাইভেট করা হয়েছে। শুক্রবারের বিবৃতির পরই কোম্পানির নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওয়েব পেজ থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেই পেজে সহ-প্রতিষ্ঠাতা ডেজয়কে সিইও হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তবে বাইরন এখনো কোম্পানির ওয়েবসাইটে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তালিকাভুক্ত আছেন।

কোল্ডপ্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়া সেই প্রযুক্তি নির্বাহী পদত্যাগ করেছেন। নিউইয়র্ক-ভিত্তিক প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিনি। সংস্থার বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিইও অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন।
অ্যাস্ট্রোনমারের পরিচালনা পর্ষদ বাইরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এখন তারা পরবর্তী সিইওর সন্ধানে নেমেছে। এর আগে বাইরনকে ছুটিতে পাঠানোর কথা জানানো হয়েছিল।
বাইরনের ভাইরাল ভিডিও প্রকাশের পর অনলাইনে একটি কথিত বিবৃতি ছড়িয়ে পড়েছিল, যেখানে বাইরন ঘটনা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছিল। তবে অ্যাস্ট্রোনমার লিঙ্কডইন পোস্টে জানিয়েছিল, বাইরন ‘কোনো বিবৃতি দেননি’ এবং ‘এ সংক্রান্ত সমস্ত খবর ভুল’।
গত বুধবার, ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টের ‘কিস ক্যাম’ স্ক্রিনে বাইরনকে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে দেখা গিয়েছিল। ক্যাবটকে পেছন থেকে জড়িয়ে ধরে গানের তালে দুলছিলেন বাইরন। এ অবস্থায় দুজনকে বড় স্ক্রিনে দেখা যায়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন এবং ক্যামেরার আড়াল হয়ে যান।
এদিকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ডেটা অপারেশনস কোম্পানি অ্যাস্ট্রোনমার স্বীকার করেছে, তাদের কোম্পানির পরিচিতি রাতারাতি পরিবর্তিত হতে পারে। তবে তাদের লক্ষ্য ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা সমাধানেই কেন্দ্রীভূত থাকবে।
এর আগে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন সিইও বাইরনকে ছুটিতে থাকবেন। অ্যাস্ট্রোনমারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্টও প্রাইভেট করা হয়েছে। শুক্রবারের বিবৃতির পরই কোম্পানির নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওয়েব পেজ থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেই পেজে সহ-প্রতিষ্ঠাতা ডেজয়কে সিইও হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তবে বাইরন এখনো কোম্পানির ওয়েবসাইটে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তালিকাভুক্ত আছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৫ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৭ ঘণ্টা আগে