
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে দেশটির ভাইস প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ডেলাওয়ারের কমিশনিং স্মারক অনুষ্ঠানে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওয়েব সাইটে প্রকাশিত বাইডেনের বক্তব্য থেকে বিষয়টি জানা গেছে।
অনুষ্ঠানে বাইডেনের স্ত্রী জিল বাইডেনও উপস্থিত ছিলেন। বাইডেন তাঁর স্ত্রীর সামনেই মিশেলকে ভাইস প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাইডেন বলছেন, ‘সে (জিল বাইডেন) ফার্স্ট লেডি হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে সে জন্য আমি গর্বিত। এবং মিশেল ওবামা যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তাঁর সঙ্গে যৌথভাবে কাজ শুরু (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের পরিবারের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে) করে এবং সে এখনো তা চালিয়ে যাচ্ছে।’
হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে পাওয়া বাইডেনের ভাষণের লিখিত রূপ (সামান্য সংশোধিত) থেকে দেখা গেছে এখানে বাইডেন বলতে চেয়েছেন—তিনি যখন বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ফার্স্ট লেডি মিশেলের সঙ্গে মিলে জিল বাইডেন যৌথভাবে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়েছে এবং এখনো তা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, মিশেল তাঁর স্বামী বারাক ওবামা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের পরিবারের নানাবিধ সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কাজ করেছেন। ওবামার দুই মেয়াদেই ভাইস প্রেসিডেন্ট থাকা বাইডেনের স্ত্রী জিল বাইডেনও সেসময় মিশেলের সঙ্গে একই লক্ষ্যে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে দেশটির ভাইস প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ডেলাওয়ারের কমিশনিং স্মারক অনুষ্ঠানে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওয়েব সাইটে প্রকাশিত বাইডেনের বক্তব্য থেকে বিষয়টি জানা গেছে।
অনুষ্ঠানে বাইডেনের স্ত্রী জিল বাইডেনও উপস্থিত ছিলেন। বাইডেন তাঁর স্ত্রীর সামনেই মিশেলকে ভাইস প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাইডেন বলছেন, ‘সে (জিল বাইডেন) ফার্স্ট লেডি হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে সে জন্য আমি গর্বিত। এবং মিশেল ওবামা যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তাঁর সঙ্গে যৌথভাবে কাজ শুরু (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের পরিবারের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে) করে এবং সে এখনো তা চালিয়ে যাচ্ছে।’
হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে পাওয়া বাইডেনের ভাষণের লিখিত রূপ (সামান্য সংশোধিত) থেকে দেখা গেছে এখানে বাইডেন বলতে চেয়েছেন—তিনি যখন বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ফার্স্ট লেডি মিশেলের সঙ্গে মিলে জিল বাইডেন যৌথভাবে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়েছে এবং এখনো তা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, মিশেল তাঁর স্বামী বারাক ওবামা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের পরিবারের নানাবিধ সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কাজ করেছেন। ওবামার দুই মেয়াদেই ভাইস প্রেসিডেন্ট থাকা বাইডেনের স্ত্রী জিল বাইডেনও সেসময় মিশেলের সঙ্গে একই লক্ষ্যে কাজ করেছেন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
১ ঘণ্টা আগে